অ্যারেনা পান্তানালে মেসির কাছে রাতটা স্মরণীয়ই ছিলো। তার কারণ হাভিয়ের মাসচেরানোকে টপকে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ১৪৯ টি ম্যাচ খেলার নজির গড়লেন তিনি। আর এই স্মরণীয় রাতে বলিভিয়ার বিপক্ষে আলো ছড়িয়ে কার্যত নিজের নামেই রাতটা করে নিয়েছেন বার্সা মহাতারকা। আর্জেন্টিনা ৪-১ গোলে পর্যুদস্ত করেছে বলিভিয়াকে। আলবিসেলেস্তাদের ৪ গোলের মধ্যে জোড়া গোল করেছেন লিওনেল মেসি এবং একটি করে গোল করেন পাপু গোমেজ এবং লউটারো মার্টিনেজ।
কোয়ার্টার ফাইনালের টিকিট তৃতীয় ম্যাচেই নিশ্চিত করে ফেলেছিলো আর্জেন্টিনা। বলিভিয়াকে হারিয়ে গ্রুপ 'এ' চ্যাম্পিয়ন হয়েই শেষ করলো প্রথম রাউন্ডের খেলা। অবশ্য কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে কঠিন প্রতিপক্ষ ইকুয়েডর। ব্রাজিলের বিপক্ষে ড্র করে ইকুয়েডর পৌঁছেছে দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ 'এ' থেকে একমাত্র দল হিসেবে ছিটকে গেছে বলিভিয়া। চার ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা।
মেসিময় ম্যাচে গোলের শুরুটা হয় পাপু গোমেজের হাত ধরেই। ৬ মিনিটে মেসির বাড়ানো পাস থেকে গোল করতে কোনো ভুল করেননি গোমেজ। এরপর প্রথমার্ধে মেসি ম্যাজিক দেখে পান্তানাল। ৩৩ মিনিটে পাপু গোমেজকে ফাউল করে ডি বক্সের মধ্যে ফেলে দেন জাস্টিনিয়ানো। সেখান থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগান মেসি। এই পেনাল্টির ঠিক ৯ মিনিট পরেই সার্জিও আগুয়েরোর থ্রু পাস থেকে দুরন্ত নৈপুণ্যে বলিভিয়া গোলরক্ষক কার্লোস লাম্পেরকে বোকা বানিয়ে গোল করেন মেসি।
প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে ৬০ মিনিটে জাস্টিনিয়ানোর বাড়ানো পাস থেকে দারুণভাবে জালে বল জড়ান এরউইন সাভেদ্রা। একটি গোল পরিশোধ করে খেলায় ফেরার চেষ্টা করলেও তা আর হয়নি। ৬৫ মিনিটে লউটারো মার্টিনেজ বলিভিয়ার কফিনে শেষ পেরকটি পুঁতে দেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন