Copa America Cup: ব্রাজিল ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে আজ শুরু কোপা আমেরিকার যুদ্ধ

আজ থেকেই শুরু হতে চলেছে ৪৭ তম কোপা আমেরিকা কাপ। আর্জেন্টিনা, কলম্বিয়া ছেড়ে যে টুর্নামেন্ট এবার পাড়ি দিয়েছে ব্রাজিলে। রবিবার ব্রাসিলিয়াতে ব্রাজিল ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা।
Copa America Cup: ব্রাজিল ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে আজ শুরু কোপা আমেরিকার যুদ্ধ
কোপা আমেরিকা ট্যুইটার হ্যান্ডেলের সুজনয়ে
Published on

দুদিন আগেই শুরু হয়েছে ইউরো কাপ ২০২০। আর আজ থেকেই শুরু হতে চলেছে ৪৭ তম কোপা আমেরিকা কাপ। আর্জেন্টিনা, কলম্বিয়া ছেড়ে যে টুর্নামেন্ট এবার পাড়ি দিয়েছে ব্রাজিলে। রবিবার ব্রাজিলীয় সময় অনুসারে ব্রাসিলিয়াতে ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের কোপা আমেরিকা। এবারের কোপার ফাইনাল আগামী ১১ জুলাই। ৩ জুলাই থেকে শুরু হবে নক আউট পর্বের খেলা।

১২ দেশের অংশ নেবার কথা থাকলেও দুই আমন্ত্রিত দেশ কাতার এবং অস্ট্রেলিয়া এবারের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। ফলে মোট ১০টি টিমকে দুই গ্রুপে ভাগ করে এবারের কোপা আমেরিকা কাপ। যার মধ্যে গ্রুপ এ তে আছে ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং ভেনেজুয়েলা। গ্রুপ বি তে আছে আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, প্যারাগুয়ে এবং উরুগুয়ে। উল্লেখ্য এখনও পর্যন্ত সবথেকে বেশিবার কোপা জয় করেছে উরুগুয়ে। মোট ১৫ বার। তালিকায় এর পরেই আছে আর্জেন্টিনা। ১৪ বার। এছাড়াও ব্রাজিল ৯ বার, পেরু ২ বার, প্যারাগুয়ে ২ বার, চিলি ২ বার, বলিভিয়া ১ বার, কলম্বিয়া ১ বার কোপা জয়ের স্বাদ পেয়েছে।

ব্রাজিলে কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়া নিয়েও এবার কম জলঘোলা হয়নি। যার মূল কারণ করোনা সংক্রমণ। রবিবারের পরিসংখ্যান অনুসারে এখনও পর্যন্ত ব্রাজিলে মোট ১৭.৩ মিলিয়ন করোনা সংক্রমণ ঘটেছে এবং ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে মোট ৪,৮৬,০০০ জনের। যা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক। সেই কারণেই দেশের এক অংশের মানুষ, বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে ব্রাজিলে এই টুর্নামেন্ট আয়োজনের বিরোধিতা করা হয়েছিলো। এমনকি ব্রাজিলের জাতীয় দলও দেশে এই প্রতিযোগিতা আয়োজনে অখুশী ছিলো। যদিও পরে সেই সমস্যা মেটে।

তবে খেলা শুরুর আগেই কোপাতেও থাবা বসিয়েছে করোনা। শেষ পাওয়া খবর অনুসারে ভেনেজুয়েলা দলের ৩ কোচিং স্টাফ সহ মোট ১২ জন এবং বলিভিয়া দলের ৩ জন ফুটবলারের করোনা পজিটিভ ধরা পড়েছে। যার ফলে তড়িঘড়ি ভেনেজুয়েলা দলে নতুন ১৫ জন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে কনমেবল। উল্লেখ্য কোপা শুরুর দিনেই ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভেনেজুয়েলা এবং আগামীকাল প্যারাগুয়ের মুখোমুখি হবার কথা বলিভিয়ার।

গত বৃহস্পতিবার ব্রাজিলের সুপ্রিম কোর্ট কোপা আমেরিকার পক্ষে রায় দেয়। যদিও গত শুক্রবারের এক জনমত সমীক্ষায় দেখা গেছে দেশের প্রায় দুই তৃতীয়াংশ মানুষ চাইছেন না ব্রাজিলে কোপা আমেরিকা অনুষ্ঠিত হোক। ওই সমীক্ষায় ২৯ শতাংশ মানুষ ব্রাজিলে কোপা অনুষ্ঠিত করার বিষয়ে সায় দিয়েও ৬৪ শতাংশ মানুষ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in