ভেনেজুয়েলাকে ৩-০ গোলে পর্যুদস্ত করে ২০২১-এর কোপা আমেরিকা অভিযান শুরু করলো ব্রাজিল। ব্রাসিলিয়ার গ্যারিঞ্চা স্টেডিয়ামে ভারতীয় সময় রবিবার রাত আড়াইটেতে শুরু হওয়া এই ম্যাচে ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি ভেনেজুয়েলা। যদিও দলের খেলোয়াড় থেকে সাপোর্ট স্টাফ – ১২ জনের কোভিড সংক্রমণের পর ভেনেজুয়েলা দলের ছন্দ অনেকটাই নষ্ট হয়ে গেছে।
এদিনের খেলায় প্রথমার্ধেই ২৩ মিনিটে মারকুইনহোসের গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ব্রাজিলের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার। এরপর খেলার শেষ লগ্নে ৮৯ মিনিটে নেইমারের অ্যাসিস্ট থেকে ব্রাজিলের হয়ে তৃতীয় তথা শেষ গোল করেন গ্যাব্রিয়েল বারবোসা।
গোটা ম্যাচের অধিকাংশ সময়েই বলের দখল ছিলো ব্রাজিলের। নিজেদের মধ্যে এদিন ব্রাজিল প্রায় ৫৫০ পাস খেলে। অন্যদিকে ভেনেজুয়েলা নিজেদের মধ্যে প্রায় ৩৩৫টি পাস খেলে। খেলা জুড়ে মোট ২৫টি ফাউল হয়। যার মধ্যে ব্রাজিল ফাউল করে ১১টি এবং ভেনেজুয়েলা ১৪টি। দুই পক্ষেরই দু’জন করে ফুটবলার হলুদ কার্ড দেখে।
খেলার শেষে ব্রাজিল অধিনায়ক ক্যাসিমিরো জানান, বন্ধুত্বপূর্ণ ম্যাচ হোক বা কোপা আমেরিকা অথবা বিশ্বকাপ কোয়ালিফায়ার – আমরা সবসময়েই জেতার জন্য খেলি। ভেনেজুয়েলা রক্ষণের ওপর জোর দিয়ে ম্যাচ ড্র করতে চেয়েছিলো। কিন্তু আমরা জয়ের জন্য খেলার শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণাত্মক ছিলাম।
এদিন খেলার শেষে ভেনেজুয়েলার কোচ জোসে পেসেইরো জানান, আমরা হয়তো আরও ভালো খেলতে পারতাম। আমি আমার দলের খেলোয়াড়দের জন্য গর্বিত। কোভিডের কারণে আমাদের টিমে জোর ধাক্কা লেগেছে একথা সত্যি। যদিও তার জন্য আমাদের ভালো খেলা আটকাবেনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন