People's Reporter: গুজবে নয়, খবরে ভর দিয়ে নয় নয় করে ৯-এ পা

People's Reporter: দিনের শেষে চটকদারি গালগল্প এড়িয়ে সীমিত সংখ্যক খবর পরিবেশন করেও মেকি ও আসলের ফারাক বুঝিয়ে দেওয়া। যে কাজে টিম পিপলস রিপোর্টারের প্রতিটি সদস্যের ভূমিকা উল্লেখযোগ্য।
ছবি প্রতীকী
ছবি প্রতীকী গ্রাফিক্স - আকাশ
Published on

পূর্ণ হল আট। আজ থেকে ৯-এর পথচলা। নয় নয় করে ৯-এ পৌঁছে গেলাম আমরা। ২০১৬ থেকে শুরু হওয়া দীর্ঘ যাত্রায় এখনও পর্যন্ত পিপলস রিপোর্টার বিরামহীন। যদিও এই পথে ছিল, আছে বহু ওঠা পড়া। সেই চড়াই উতরাই ভেঙে এগিয়ে চলার অদম্য ইচ্ছায় পেরিয়ে গেল আরও একটা বছর। সকলকে গুজবে নয়, খবরে রেখেই।

শুরু থেকেই লক্ষ্য ছিল একটু অন্যভাবে খবর পরিবেশন করার। খবর ঠিক কোনটা হওয়া উচিত, কোন খবর মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, সকলের কাছে পৌঁছে দেওয়া জরুরি তা নিয়ে প্রতিদিনের ভাবনাচিন্তা থেকে নেওয়া সিদ্ধান্ত। দিনের শেষে চটকদারি গালগল্প এড়িয়ে সীমিত সংখ্যক খবর পরিবেশন করেও মেকি ও আসলের ফারাক বুঝিয়ে দেওয়া। যে কাজে টিম পিপলস রিপোর্টারের প্রতিটি সদস্যের ভূমিকা উল্লেখযোগ্য।

এই মুহূর্তে সামনে টিকে থাকার অসম লড়াই। দাঁতে দাঁত চেপে কঠিন পরিস্থিতি মোকাবিলার চেষ্টা। ঢাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দারদের পক্ষে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়া কঠিন। সেই অসাধ্য সাধনের লড়াই প্রতিদিনের।  ঘুর পথ, বাঁকা পথ, গলি পথ হাজারো খোলা। তবুও সেই সব পথ এড়িয়ে তিল তিল করে এগোনো। যা হেরে যাওয়া বা জিতে যাওয়াতে সীমাবদ্ধ নয়। বরং প্রতিকূল পরিস্থিতিতে লড়তে লড়তে বেঁচে থাকার পথ খোঁজার চেষ্টা।

আট বছরে আমরা কতটুকু কী করতে পেরেছি, বা আদৌ কোনও প্রভাব ফেলতে পেরেছি কিনা সে বিচারের ভার আমাদের পাঠকের। তবে এটুকু নির্দ্বিধায় বলা যায়, যা পেরেছি, যতটুকু পেরেছি তার সবটুকু কৃতিত্বই আপনাদের। আপনারা পাশে না থাকলে, সমর্থন না যোগালে আমাদের পক্ষে আট পেরোনো সম্ভব ছিল না। বিশেষ করে শেষ কয়েক বছরে যেভাবে প্রতি পদে পদে স্বাধীন সংবাদমাধ্যমকে আটকানোর চেষ্টা চলেছে সেই সময় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

যদিও এখনও আমরা হার মানিনি। তবে একথাও ঠিক, আরও কতদিন এই হার না মানা জেদ নিয়ে এভাবে পথ চলা সম্ভব হবে তাও আমাদের অজানা। এই ধরণের প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে যে পরিমাণ আর্থিক সামর্থ্যের প্রয়োজন তা আমাদের নেই। তাও আমরা আশাবাদী। বিশ্বাস করি, পথ ঠিক খুঁজে বের করতে পারবোই।

আমরা বিগত আট বছর ধরে দাপটের সঙ্গে আছি। হয়তো আগামীতেও থাকবো। আমাদের মত ও পথেই। গুজবে নয়, আপনাদের খবরে রাখার অঙ্গীকার নিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। পিপলস রিপোর্টারের এগিয়ে চলার সাথী হন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in