চলে গেলেন 'রুদালী'-র নির্মাতা কল্পনা লাজমি। রবিবার ভোর ৪.৩০ নাগাদ মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। দীর্ঘদিন কিডনির ক্যান্সারে ভুগছিলেন তিনি।
আজ থেকে প্রায় ২৫ বছর আগে চিত্রনির্মাতা শ্যাম বেনেগালের হাত ধরে বলিউডে প্রবেশ ঘটে কল্পনা লাজমির। এরপর 'রুদালী', 'চিঙ্গারী', 'এক পল', 'দামন' এর মতো একের পর এক অনবদ্য সিনেমা উপহার দিয়েছেন তিনি সিনেমাপ্রেমীদের। বরাবরই নিজের সিনেমাতে সমাজের বিভিন্ন শ্রেণীর নারীদের কথা তুলে আনতেন তিনি। তাঁর আরও একটি পরিচয় তিনি বিখ্যাত অসমীয়া সঙ্গীতশিল্পী প্রয়াত ভূপেন হাজারিকা-র স্ত্রী।
ক্যান্সার ধরা পড়ার পর থেকেই আমির খান, সলমন খান, আলিয়া ভাটের মতো বলিউডের প্রথম শ্রেণীর নায়ক-নায়িকাদের পাশাপাশি করণ জোহরের মতো চলচিত্র পরিচালকও কল্পনা লাজমির পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে বলিউড জুড়ে শোকের ছায়া। অনেকেরই প্রশ্ন, সিনেমার মাধ্যমে সমাজের মেয়েদের কথা এখন থেকে কে তুলে ধরবেন?
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন