কয়েকদিন আগে অগ্নিদগ্ধ আমাজন রেন ফরেস্টের পুরোনো ছবি পোস্ট করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয় হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো দ্য ক্যাপ্রিওকে। আবারও তাকে নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় চর্চা। তবে এবার সমালোচনা নয়। কুর্নিশ জানাচ্ছে গোটা বিশ্ব টাইটানিক খ্যাত অভিনেতার প্রয়াসের জন্য।
আগুনে ঝলসে যাওয়া আমাজনের বনভূমি রক্ষার জন্য প্রায় ৫ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি টাকা) অনুদান দিলেন তিনি। আর্থ অ্যালায়েনস নামক একটি সংস্থা মারফত এই অনুদান দেন ক্যাপ্রিও। যার জন্য সোশ্যাল মিডিয়ায় কুর্নিশ জানাচ্ছে নেটিজেনরা।
পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্যময় অরণ্যের বাস্তুতন্ত্র আজ ধ্বংসের মুখে। উদ্বিগ্ন গোটা বিশ্ব। ১৫ ই আগস্ট থেকে শুরু হওয়া দাবানল এখনও তান্ডব চালাচ্ছে। ব্রাজিলের পক্ষ থেকে তেমন সাড়া না পেয়ে একাই আগুন প্রতিরোধে এগিয়ে আসে ইভো মোরালেসের বলিভিয়া। স্পেশাল সুপার ট্যাঙ্কার বোয়িং বিমান ব্যবহার করে আগুন নেভানোর প্রয়াস শুরু করে বলিভিয়া। এবার আর্থিক দিক থেকে বনভূমি রক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন হলিউডের মহাতারকা লিওনার্দো দ্য ক্যাপ্রিও।
(লিওনার্দো দ্য ক্যাপ্রিও-র ইন্সটাগ্রাম পোস্ট থেকে সংগৃহীত)
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন