৩৩ বছর পর ফের দূরদর্শনে ফিরছে রামানন্দ সাগরের কিংবদন্তী 'রামায়ণ' ধারাবাহিক। সৌজন্যে জাতীয় লকডাউন। ১৯৮৭-৮৮ সাল নাগাদ সকাল দশটা বাজলেই আট থেকে আশি সবাই যে কারণে ঘরে ফিরে ছোটপর্দার সামনে বসত, ২০২০ সালে সাধারণ মানুষকে ঘরের মধ্যে রাখতে সেই কারণকেই ব্যবহার করলো কেন্দ্র সরকার। লকডাউনে ঘরবন্দী মানুষের বিনোদনের জন্য পুনরায় সম্প্রসারিত হতে চলছে রামায়ণ। আজ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এক টুইটের মাধ্যমে একথা জানিয়েছেন।
টুইটে তিনি জানান, "অত্যন্ত খুশির সাথে ঘোষণা করছি, জনগণের দাবিতে আগামীকাল শনিবার ২৮ মার্চ থেকে ডিডি ন্যাশানালে 'রামায়ণ' ধারাবাহিকের পুনঃপ্রচার শুরু করছি আমরা। সকাল ৯টা থেকে দশটা পর্যন্ত একটি পর্ব অনুষ্ঠিত হবে। রাত্রি ৯টায় অন্য একটি পর্ব দেখানো হবে।"
এই ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ গোভিল, সীতার চরিত্রে অভিনয় করেভ দীপিকা চিখালিয়া এবং লক্ষণ ছিলেন সুনীল লাহিড়ী।
কেন্দ্রীয় মন্ত্রীর মতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে দেশে জাতীয় লকডাউন ঘোষণা করার পর থেকেই টুইটারে রামায়ণ, মহাভারত পুনঃ সম্প্রচার করার দাবি জানিয়েছিলেন আম জনতা। এই সপ্তাহে টুইটারে ট্রেন্ডও হয় এই দুটি সিরিয়ালের নাম। জনগণের দাবি মেনেই তাই রামায়ণ সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন