70th National Film Awards: সেরা গায়ক অরিজিৎ, সেরা বাংলা ছবি 'কাবেরী অন্তর্ধান', একনজরে জয়ীদের তালিকা

People's Reporter: কোভিডের কারণে দু বছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যায়। সেই প্রেক্ষিতেই ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যেই প্রতিযোগিতা হয়েছে।
সেরা বাংলা ছবি 'কাবেরী অন্তর্ধান'
সেরা বাংলা ছবি 'কাবেরী অন্তর্ধান'
Published on

শুক্রবার ঘোষণা হয়েছে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম। মূলত ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত ছবিগুলির মধ্যেই প্রতিযোগিতা হয়েছে। কোভিডের কারণে দু বছর পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে যায়। সেই প্রেক্ষিতেই ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলির মধ্যেই প্রতিযোগিতা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। 'কান্তারা' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন ঋষভ শেট্টি। সেরা বাংলা ছবির শিরোপা জিতে নিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এবং প্রসেনজিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'কাবেরী অন্তর্ধান'। এক নজরে দেখে নেওয়া যাক, কাদের মাথায় উঠল বিজয়ীদের শিরোপা –

সেরা ফিচার ফিল্ম – আতম

সেরা অভিনেতা – ঋষভ শেট্টি, কান্তারা ছবির জন্য।

সেরা অভিনেত্রী - তিরুচিত্রাবলামে নিত্যা মেনেন এবং কচ্ছ এক্সপ্রেস চলচ্চিত্রে মানসী পারেখ

সেরা পরিচালক - সূরজ বরজাতিয়া, উনচাই ছবির জন্য

সেরা পার্শ্ব অভিনেত্রী – নীনা গুপ্তা, উনচাই ছবির জন্য

সেরা পার্শ্ব অভিনেতা – পবন মালহোত্রা, ফৌজা ছবির জন্য

সেরা তেলেগু ফিল্ম – কার্তিকেয়া 2

সেরা তামিল ফিল্ম – পোন্নিয়ান সেলভান – পার্ট ১

সেরা পাঞ্জাবি ফিল্ম – বাঘি দি ধী

সেরা ওড়িয়া ফিল্ম – দামান

সেরা মালায়ালাম ফিল্ম – সৌদি ভেলাক্কা CC.225/2009

সেরা মারাঠি ফিল্ম – ভালভি

সেরা কন্নড় ফিল্ম – কেজিএফ: অধ্যায় দুই

সেরা হিন্দি চলচ্চিত্র – গুলমোহর

সেরা তিওয়া চলচ্চিত্র – সিকাইসাল

সেরা বাংলা চলচ্চিত্র - কাবেরি অন্তর্ধান

সেরা অসমীয়া চলচ্চিত্র - এমুথি পুথি

সেরা সঙ্গীত পরিচালক – প্রীতম, ব্রহ্মাস্ত্র ছবি

সেরা গায়ক – অরিজিৎ সিং, ব্রহ্মাস্ত্র ছবি

সেরা গায়িকা - বোম্বে জয়শ্রী

সেরা মিউজিক ডিরেক্টর (ব্যাকগ্রাউন্ড মিউজিক)- এ.আর.রহমান (পোন্নিয়ান সেলভান) 

সেরা ফিল্ম ক্রিটিক অ্যাওয়ার্ড- দীপক দুয়া

সেরা বুক অন সিনেমা- কিশোর কুমার (লেখক অনিরুদ্ধ ভট্টাচার্য)

সেরা বাংলা ছবি 'কাবেরী অন্তর্ধান'
RG Kar Hospital Case: নাম না করে রচনার কান্নাকে ‘কুম্ভীরাশ্রু’ কটাক্ষ সাহানা বাজপেয়ীর
সেরা বাংলা ছবি 'কাবেরী অন্তর্ধান'
R G Kar: আর জি করের সামনে অপর্ণা সেনকে 'চটিচাটা বুদ্ধিজীবী' কটূক্তি - পাশে দাঁড়ালেন অঞ্জন দত্ত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in