আজ থেকে তিন বছর আগে আজকের দিনেই নিজের বাড়ির সামনে আততায়ীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন সাংবাদিক গৌরী লঙ্কেশ। উগ্র হিন্দুত্ববাদীদের কড়া সমালোচনা করায় হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্থার সদস্যরা তাঁকে হত্যা করে। আজ তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন অভিনেতা প্রকাশ রাজ। গৌরী লঙ্কেশকে তাঁর শিক্ষক হিসেবে বর্ণনা করেছেন প্রকাশ রাজ।
ট্যুইটারে গৌরী লঙ্কেশ ও কবিতা লঙ্কেশের সাথে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, "#টিচার্সডে... আমার সমস্ত শিক্ষকদের ধন্যবাদ যাঁদের জন্য আজকের এই আমি তৈরি হয়েছি, এবং আমার প্রিয় গৌরী তোমাকে বিশেষ ধন্যবাদ... অনেকেকে সাহস যোগানোর জন্য। তিন বছর আগে আজকের দিনেই কাপুরুষরা তোমায় হত্যা করেছিল। কিন্তু তোমার নির্ভীক সাহস আমাদের সাথে রয়ে গেছে। খুব অভাব বোধ করি তোমার।"
গৌরী লঙ্কেশের হত্যার পর দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছিল দেশ। এই হত্যাকান্ডের তদন্তে নিযুক্ত স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই ঘটনায় ৯,২৩৫ পাতার চার্জশিটে মোট ১৮ জনকে অভিযুক্ত করেছে। তবে এদের মধ্যে মাত্র ৪ জনকেই এখনও পর্যন্ত গ্রেফতার করতে পেরেছে পুলিশ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন