বড়দিনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা রণবীর কাপুর। সেই অনুষ্ঠানে রণবীরের আচরণ ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে, এমন অভিযোগ তুলে অভিনেতার বিরুদ্ধে থানায় দায়ের করা হল মামলা।
সম্প্রতি স্ত্রী আলিয়া ভাট ও পরিবারকে সঙ্গে নিয়ে কুণাল কাপুর আয়োজিত একটি পারিবারিক অনুষ্ঠানে সামিল হয়েছিলেন রণবীর কাপুর। সেই অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কেকের উপর মাদক ঢালা হচ্ছে। তারপর সেই কেকের উপর আগুন ধরাচ্ছেন অ্যানিম্যাল খ্যাত অভিনেতা। পাশে বসে রয়েছেন স্ত্রী আলিয়া ভাটও। আগুন ধরানোর সময় অভিনেতাকে ‘জয় মাতা দি’ বলতে শোনা যায়। অভিনেতার শ্লোগান শুনে উপস্থিত বাকিরাও ‘জয় মাতা দি’ বলেন।
এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই সমস্যায় পড়েছেন অভিনেতা। তাঁর বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত হানার অভিযোগ ওঠে। মুম্বইয়ের ঘাটকোপার থানায় কাপুর পরিবারের বিরুদ্ধে আইপিসির ২৯৫, ৫০৯ এবং ৩৪ ধারায় এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন এক ব্যক্তি।
জানা গেছে, মামলা দায়ের করা ওই ব্যক্তির নাম সঞ্জয় দীননাথ তিওয়ারি। অভিযোগে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কেকের উপর মাদক ছিটিয়ে আগুন জ্বালিয়ে হিন্দু দেব-দেবীদের আহ্বান জানানো হয়েছে 'জয় মাতা দি'-পাঠ করে।
অভিযোগে বলা হয়েছে, "হিন্দুধর্মে অন্যান্য দেবতাদের আহ্বান করার আগে অগ্নি দেবতাকে ডাকা হয়। কিন্তু রণবীর কাপুর এবং তাঁর পরিবারের সদস্যরা অন্য ধর্মের উৎসব উদযাপন করার সময় ইচ্ছাকৃতভাবে মাদকদ্রব্য ব্যবহার করে আগুন জ্বেলেছেন এবং জয় মাতা দি স্লোগান দিয়েছেন।"
শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি।
প্রসঙ্গত, বড়দিন উপলক্ষে রণবীর ও আলিয়া যোগ দিয়েছিলেন আলিয়ার মা সোনি রাজদানের বাড়িতে একটি ঘনিষ্ঠ অনুষ্ঠানে। সেই ছবি নিজেই শেয়ার করেছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে তার ক্যাপশনে আলিয়া কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, "এই অনুষ্ঠানের জন্য কৃতজ্ঞ। এত কিছু আয়োজনের জন্য কৃতজ্ঞ। মেরি মেরি ক্রিসমাস।"
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আলিয়া ভাট। তাঁদের এক বছরের মেয়ের নাম রাহা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন