Rituparna Sengupta: রাত দখলের কর্মসূচিতে ঋতুপর্ণাকে 'গো ব্যাক' স্লোগান! নিন্দায় টলিউডের একাংশ

People's Reporter: শ্যামবাজারে কর্মসূচিতে অংশ নিতে আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী। তাঁর উদ্দেশ্যে জলের বোতলও ছোঁড়া হয় বলে অভিযোগ।
শ্যামবাজারে ক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত
শ্যামবাজারে ক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্তছবি - সংগৃহীত
Published on

বুধবার রাতে শ্যামবাজারে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁকে ঘিরে দেওয়া হয় 'গো ব্যাক' স্লোগান। তাঁর উদ্দেশ্যে জলের বোতলও ছোঁড়া হয় বলে অভিযোগ। এই ঘটনার তীব্র নিন্দা করে অভিনেত্রীর পাশে দাঁড়ালেন টলিউডের একাংশ। পরিচালক কমলেশ্বের মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী - অনেকেই গোটা ঘটনার নিন্দা জানিয়েছেন।

আরজি কর কাণ্ডে বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন স্থানে বুধবার রাত দখল কর্মসূচি পালন করেন সাধারণ মানুষ। শ্যামবাজারের কর্মসূচিতে অংশ নিতে আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখানেই সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী। ঋতুপর্ণাকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান দেন তাঁরা। কোনরকমে গাড়িতে উঠে শ্যামবাজার ছাড়তে হয় ঋতুপর্ণাকে।

এই ঘটনার পর ঋতুপর্ণা বলেন, "যাঁরা নারী নির্যাতন, ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করছেন তাঁরাই নারী নির্যাতন করলেন। এনাদের মেরুদণ্ড এখনও শক্ত হয়নি।"

ঋতুপর্ণার পাশে দাঁড়িয়েছেন টলিউডের একাংশ। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, "ওনাকে আপনাদের পছন্দ নাই হতে পারে। ওনার বানানো একটি ভিডিও নিয়ে আপত্তি থাকতেই পারে। কিন্তু ওনাকে উদ্দেশ্য করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া উচিত হয়নি। আমি নিন্দা জানাচ্ছি।"

চিত্রপরিচালক কমলেশ্বর মুখার্জি লেখেন, "ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে এই অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। সবাই আন্দোলনে সামিল হতে পারেন। কেউ কাউকে আটকাতে পারেন না"।

তিনি আরও লেখেন, "যে কোনও গণআন্দোলন চেহারায় বড়ো হতে চায়। আমাদের মতো অনেকেই আগেও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আজও করছেন। অনেকেই হয়তো আগে চুপ করেছিলেন, কিন্তু আজ সোচ্চার হচ্ছেন। অনেকেই আগে প্রতিবাদ না করে অন্যায়কে সমর্থন করেছেন, কিন্তু আজ প্রতিবাদে গলা মেলাতে আসছেন এবং আসবেন"।

কমলেশ্বর মুখার্জি লেখেন, "কে 'বিপ্লবী', কে 'বেঈমান' - অদূর ভবিষ্যতেই সময় প্রমাণ করে দেবে। আর সে পরীক্ষা সবার মতো, আমাকে-আপনাকেও দিতে হবে। তাই আজ এই গণআন্দোলনে কাউকেই বেছে বেছে 'অচ্যুত' চিহ্নিত করার কোন দরকার নেই। এই পুরুষতান্ত্রিক সামাজিক পরিসরেও অনেক পুরুষ তাঁদের প্রিয় মা-বোন-মেয়ে-স্ত্রী-প্রেমিকা-পার্টনারের স্বাধীনতার জন্যে লড়তে আসছেন। কেউ আসছেন রাজনৈতিক কারণে। তাঁরা রাজনৈতিক পট পরিবর্তন দেখতে চান। আমার আপনার সঙ্গে তিনি ভিন্নমত হলেও তাঁকে সঙ্গে নিন। মানুষ রোজ বদলায়"।

শ্যামবাজারে ক্ষোভের মুখে ঋতুপর্ণা সেনগুপ্ত
R G Kar Case: আর জি কর মামলার পরবর্তী শুনানির দিন জানাল সুপ্রিম কোর্ট

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in