আসন্ন লোকসভা নির্বাচনে মোদী বিরোধী প্রচারের সামিল হয়েছেন আমির খান! ভাইরাল হওয়া ভিডিওতে এমনটাই দেখা যাচ্ছে। কিন্তু সেই ভিডিও ভুয়ো, ডিপফেকের কারসাজি বলে আমির খান নিজেই দাবি করেছেন। পাশাপাশি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায় একটি বিজ্ঞাপনী প্রচার করছেন আমির খান। ওই বিজ্ঞাপনী প্রচারে আমিরকে মোদীর দেওয়া ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে দেখা যায়। কেন এখনও প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা আসেনি, তা নিয়ে প্রশ্ন করতে দেখা যায় তাঁকে। ৩১ সেকেন্ডের ওই ভিডিওতে পুরোটাই রাজনৈতিক বার্তা দেন 'দঙ্গল' অভিনেতা। নির্বাচনের আগে আমিরের এই 'ভুয়ো' ভিডিও নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।
আমির খান ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেলে এফ আই আর দায়ের করেছেন। এই প্রসঙ্গে তিনি জানান, ওই ভিডিওটি ভুয়ো ভিডিও। তিনি কোনো দলের পক্ষে বা বিপক্ষে কোনওদিনই প্রচার করেননি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ওই ভিডিও বানানো হয়েছে।
বলিউড অভিনেতা আরও জানান, তিনি সবসময়ই নির্বাচন কমিশনের তরফ থেকে নির্বাচনের প্রচার করেন। তরুণ প্রজন্মের মধ্যে নির্বাচন সম্পর্কে আগ্রহ বৃদ্ধি করতে তাঁর মুখকে কাজে লাগানো হয়। কিন্তু রাজনৈতিক দলের হয়ে সরাসরি কোনওদিন তিনি প্রচার করেননি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন