'দ্য কাশ্মীর ফাইলস'-র বিতর্কিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সাথে সোশ্যাল মিডিয়ায় তীব্র বাকযুদ্ধ জড়ালেন বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপের। ট্যুইট পাল্টা ট্যুইটের জেরে সরগরম সোশ্যাল মিডিয়া। বিতর্কে জড়িয়ে পড়েছেন দু'জনের অনুগামীরাও।
সম্প্রতি অনুরাগ কাশ্যপকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী অনুরাগ কাশ্যপ বলেছেন, 'কান্তরা' এবং 'পুষ্পা'র মত দক্ষিণী সিনেমা, যেগুলি এবছর সবথেকে বেশি ব্লক ব্লাস্টার মুভি, এগুলি চলচ্চিত্র শিল্পকে ক্রমশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যদিও এই মন্তব্যের সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার।
প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে ট্যুইটে অনুরাগকে 'বলিউডের একমাত্র বিচারক' বলে কটাক্ষ করেছেন বিবেক। তাঁর কথায়, "আমি বলিউডের এক ও একমাত্র বিচারকের মতামতের সাথে সম্পূর্ণরূপে সহমত নই। আপনারা কি একমত?"
অগ্নিহোত্রীর ট্যুইটের জবাবে পাল্টা 'গ্যাংস অফ ওয়াসিপুর'-র পরিচালক জানান, "স্যার, এটা আপনার দোষ নয়। নিজের বানানো ছবি সম্পর্কে আপনার গবেষণা, আমার কথোপকথন সম্পর্কে আপনার ট্যুইটের মতই। আপনার এবং আপনাদের মিডিয়ার অবস্থা একই। পরের বার থেকে কিছু সিরিয়াস গবেষণা করে আসবেন।"
এতেও থামেননি অগ্নিহোত্রী। অনুরাগকে ফের 'ভোলেনাথ' বলে কটাক্ষ করে অগ্নিহোত্রী বলেন, "প্রমান করুন ভোলেনাথ, 'দ্য কাশ্মীর ফাইলস'-র জন্য ৪ বছরের গবেষণা সবই মিথ্যা ছিল। গিরিজা টিকু, বিকে গাঞ্জু, এয়ারফোর্স হত্যা, নদীমার্গ - সবই মিথ্যা। ৭০০ জন পন্ডিতদের ভিডিও সব মিথ্যা ছিল। কোনও হিন্দু মারা যায়নি। এই সবকিছু প্রমাণ করুন, যাতে আমি আর এই ভুল না করি।"
প্রসঙ্গত, চলতি বছরের ২৩ জুন মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত সাসপেন্স থ্রিলার সিনেমা 'দোবারা'। যেটির প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে তাপসী পান্নু এবং পাভেল গুলাটিকে। ছবিটি বক্স অফিসে দর্শকদের প্রভাবিত করতে ব্যর্থ হওয়ার পর থেকেই অনুরাগ কাশ্যপকে তীব্র কটাক্ষ করা শুরু করেছেন বিবেক অগ্নিহোত্রী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন