ডেঙ্গু আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়। তবে চিন্তার কোনো কারণ নেই। আপাতত তাঁর শ্যুটিংও বন্ধ রয়েছে।
রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। যার প্রকোপ থেকে রেহাই পেলেন না টলিউডের খ্যাতনামা অভিনেতাও। সূত্রের খবর, বেশ কয়েকদিন জ্বর ছিল আবির চট্টোপাধ্যায়ের। চিকিৎসক রক্ত পরীক্ষার পরামর্শ দেন। সোমবার সেই রিপোর্টেই ধরা পড়ে তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। খবরটি পেয়ে পরিবারের সদস্যরা বেশ চিন্তিত ছিলেন। তবে আপাতত অভিনেতার শারীরিক অবস্থা ঠিক আছে। যদিও নিজেকে সামান্য দুর্বল অনুভব করছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, এখন কিছুদিন বাড়িতেই থাকতে হবে অভিনেতাকে। তরল খাদ্য গ্রহণ করতে হবে টলিউডের ‘সোনা দা’কে। সুস্থ হওয়ার পর শ্যুটিং করতে পারবেন। কিন্তু বাংলার একটি জনপ্রিয় রিয়্যালিটি শো তে তিনি সঞ্চালকের কাজ করছেন। সেই অনুষ্ঠান বাতিল হবে না বলেই জানা যাচ্ছে।
অন্যদিকে ফের কলকাতায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। ভবানীপুরের বাসিন্দা গুড়িয়া কুমারী রজকের। তাঁকে SSKM-এ ভর্তি করা হয়। সোমবার থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। মঙ্গলবার তিনি মারা যান। ডেঙ্গু মোকাবিলার জন্য পুরসভাগুলিতে ইতিমধ্যেই ব্যানারের মাধ্যমে প্রচার শুরু হয়েছে। পাশাপাশি মানুষকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন