Akhil Mishra: প্রয়াত 'থ্রি ইডিয়টস' খ্যাত 'লাইব্রেরিয়ান দুবে' অখিল মিশ্র

People's Reporter: সূত্রের খবর, শুক্রবার বাড়ির রান্নাঘরে চেয়ার নিয়ে কোনো একটা কাজ করছিলেন। সেই সময়ই চেয়ার থেকে পড়ে যান তিনি। মাথায় আঘাত পান।
প্রয়াত অখিল মিশ্র
প্রয়াত অখিল মিশ্রগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

প্রয়াত হলেন 'থ্রি ইডিয়টস' খ্যাত অভিনেতা অখিল মিশ্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। মাথায় আঘাত লাগার কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

আমির খানের অন্যতম বিখ্যাত ছবি 'থ্রি ইডিয়টস'-এ লাইব্রেরিয়ান দুবের ভূমিকায় দেখা গিয়েছিল অখিল মিশ্রকে। এই চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার বাড়ির রান্নাঘরে চেয়ার নিয়ে কোনো একটা কাজ করছিলেন অভিনেতা। সেই সময়ই চেয়ার থেকে পড়ে যান তিনি। মাথায় আঘাত পান। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও অভিনেতাকে বাঁচাতে পারেননি। হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

অখিল মিশ্রের স্ত্রী সুজান বারনেট, তিনিও বিনোদন জগতের সাথে যুক্ত। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। শ্যুটিং-র কাজে হায়দরাবাদে গিয়েছিলেন। খবর পেয়েই সেখান থেকে চলে আসেন। স্বামীর মৃত্যুতে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছেন। সুজান বলেন, 'অখিলের সাথে আমার জীবনের একটা অংশ চলে গেলো। আমার মন পুরো ভেঙে গেছে'।

'থ্রি ইডিয়টস' ছাড়াও 'ডন', 'গান্ধী মাই ফাদার', 'শিখর', 'ক্যালকাটা মেইল', 'কারিব', 'রেডিও'-র মতো আরও অনেক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। বড় পর্দার পাশাপাশি ছোটো পর্দাতেও একাধিক কাজ করেছিলেন অখিল মিশ্র। যার মধ্যে 'উত্তরণ', 'উড়ান', 'সিআইডি' অন্যতম।

প্রয়াত অখিল মিশ্র
বাম সাংসদ গীতা মুখার্জি - ২৭ বছর আগেই মহিলা সংরক্ষণ নিয়ে ব্যক্তিগত চেষ্টায় সংসদে বিল পেশ করেন
প্রয়াত অখিল মিশ্র
Nusrat Jahan: ফ্ল্যাট প্রতারণাকাণ্ডে সমস্ত নথি জমাই দেননি নুসরাত! ফের নথি তলব ইডির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in