“প্রতি মুহুর্তে প্যালেস্টাইন শিশুদের নির্মম হত্যার কথা জানতে পারছি, দেখছি। তাই বাধ্য হলাম এই সিদ্ধান্ত নিতে”। গত ৫ ডিসেম্বর নিজের এক্স প্রোফাইলটি ডিলিট করেছেন বলিউড অভিনেত্রী কল্কি কেঁকলা। ডিলিট করার সময় এমনই মন্তব্য করেছেন তিনি। নিজের ইন্টাগ্রামে ‘এক্স’ প্রোফাইলটি ডিলিট করার মুহূর্তের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি।
অভিনেতা অভিনেত্রীদের জন্য সমাজ মাধ্যম যেমন ভালো তেমন খারাপ। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলে জনপ্রিয়তা যেমন পাওয়া যায়, তেমনি অনেক সময় অনেক নেতিবাচক কথাও শুনতে হয় তাঁদের। আরও একাধিক অপ্রিয় ঘটনার সম্মুখীন হতে হয় তাঁদের। তাই এইসব সহ্য করতে না পেরে প্রোফাইল মুছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন 'গোল্ডফিশ' খ্যাত অভিনেত্রী কল্কি। এক্স প্রোফাইল মুছে ফেলার কারণ হিসাবে তিনি জানান, "আজকে এটা করতে বাধ্য হচ্ছি। চারিদিকে এত অসহিষ্ণুতা, বিভ্রান্তি, ঘৃণা, অসহায়ত্ব। তবে আমাকে যা সীমা টানতে বাধ্য করেছে তা হল হাজার হাজার প্যালেস্টাইন শিশুদের হত্যার কথা অস্বীকার বা সেই ঘটনার ন্যায্যতা অথবা ইসরায়েলি নারীদের ধর্ষণ, নির্যাতন এবং খুন হওয়ার বিষয়টি অস্বীকার করা বা প্রশংসা করা। অনেক হয়েছে আর নয়। তাই এই সিদ্ধান্ত নিলাম।“
কল্কির এই পদক্ষেপ সমর্থন করেছেন তাঁর অনুরাগীরা, বন্ধুরা। অনেক নেটিজেনও তাঁকে সমর্থন জানিয়েছেন। অভিনেত্রী সায়নী গুপ্তা কল্কিকে সমর্থন করে লেখেন, "ওহ ম্যান। একদম সঠিক সিদ্ধান্ত। এখন আর কোনো সূক্ষ্মতাও নেই! এটি সবই মেরুকরণের বিষয়ে। হয় এটা নয় ওটা। যে কোনও একটি দিক বেছে নিন এবং অন্য দিককে ঘৃণা করুন।"
উল্লেখ্য, চলতি বছর ৭ অক্টোবর ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধ শুরু হয়েছে। বহু মানুষ প্রাণ হারিয়েছে। ঘর হারিয়েছে বহু মানুষ। এই যুদ্ধ কবে থামবে তা জানা নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন