Tamannaah Bhatia: অনলাইনে বেআইনিভাবে আইপিএল সম্প্রচার কাণ্ডে অভিনেত্রী তমন্না ভাটিয়াকে তলব পুলিশের

People's Reporter: সম্প্রতি তলব করা হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকেও। যদিও দেশের বাইরে থাকার কারণে হাজিরা দিতে পারেননি অভিনেতা।
 তামান্না ভাটিয়া
তামান্না ভাটিয়াছবি - সংগৃহীত
Published on

অনলাইনে বেআইনি আইপিএল সম্প্রচার কাণ্ডে এবার তলব করা হয়েছে ‘বাহুবলি’ খ্যাত অভিনেত্রী তমন্না ভাটিয়াকে। মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল তলব করেছে। আগামী ২৯ এপ্রিল তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে।

গত বছর ফেয়ার প্লে নামক একটি অনলাইন অ্যাপে আইপিএলের বেআইনি সম্প্রচারের অভিযোগ ওঠে। এই অ্যাপের সঙ্গে যোগসূত্র রয়েছে মহাদেব বেটিং অ্যাপের, এমনটাই জানিয়েছে পুলিশের তদন্তকারী সংস্থা।

উল্লেখ্য, এই অ্যাপের প্রচার করা বহু অভিনেতা-অভিনেত্রীকে ইতিমধ্যেই তলব করেছে সাইবার সেল। তালিকায় রয়েছে রণবীর কাপুর, জ্যাকলিন ফার্নন্ডেজ, বাদশা সহ বহু তারকা। সম্প্রতি তলব করা হয়েছিল অভিনেতা সঞ্জয় দত্তকেও। যদিও দেশের বাইরে থাকার কারণে হাজিরা দিতে পারেননি তিনি।

জানা গিয়েছে, তারকা ছাড়াও ‘ফেয়ার প্লে’ অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকা প্রায় ২০ জন সমাজমাধ্যম প্রভাবীকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে।

ফেয়ার প্লে হল অনলাইন বেটিং অ্যাপ। এই অ্যাপটি মহাদেব বেটিং অ্যাপের সহকারি অ্যাপ বলেই জানা গেছে। গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে ২০০ কোটি ব্যয়ে হওয়া এক বিবাহের অনুষ্ঠানের খবর প্রকাশ্যে আসতেই, এই অ্যাপটির বিষয়ে জানতে পারে তদন্তকারীরা। ছত্তিসগড়ের বাসিন্দা সৌরভ চন্দ্রকর এবং রবি উপ্পাল দুবাই থেকে এই অ্যাপটি পরিচালনা করেন।

গত বছর মহাদেব বেটিং অ্যাপের প্রচারের জন্য বলিউড অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে তলব করেছিল ইডি।  

 তামান্না ভাটিয়া
Aamir Khan: ভোট প্রচারে এবার আমিরের 'গ্যারান্টি'! ফের ভুয়ো ভিডিও-র কবলে বলিউড তারকা
 তামান্না ভাটিয়া
Raj Kundra: ফের বিপাকে শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রা, প্রায় ১০০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in