আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথম থেকেই সরব বিনোদন দুনিয়ার খ্যাতনামীরা। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ঘটনার পর প্রথম ক'দিন শহরে ছিলেন না তিনি। শহরে ফিরেই প্রতিবাদে পথে নেমেছেন তিনি। নিয়মিত নিজের সমাজ মাধ্যমে ছবি, ভিডিও, নানা দাবি শেয়ার করে চলেছেন অভিনেত্রী। মঙ্গলবার রাতে জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানেও উপস্থিত ছিলেন অভিনেত্রী। কিন্তু সমস্যা তৈরি হয় দু’দিন আগে অভিনেত্রীর পরবর্তী ছবি প্রচারের পোষ্টার ঘিরে। নেটিজনদের কটাক্ষের শিকার হন তিনি। পাল্টা অভিনেত্রী জানান, “ছবি প্রচারও করব, আন্দোলনেও থাকব।“
এবার পুজোয় মুক্তি পেতে চলেছে স্বস্তিকা মুখার্জি অভিনীত ছবি ‘টেক্কা’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দেব এবং রুক্মিণীকে। দু’দিন আগে সমাজ মাধ্যমে সেই ছবির পোষ্টার শেয়ার করেন অভিনেত্রী। এরপরে ‘উৎসবে ফিরছি না’ বলে আর একটি পোষ্টার শেয়ার করেন তিনি। এরপর থেকেই নেটিজনেরা কটাক্ষ করতে শুরু করেন তাঁকে।
এ নিয়ে নিজের সমাজ মাধ্যমে উত্তর দিয়েছেন অভিনেত্রী। স্বস্তিকা লেখেন, “খালি পেটে বিপ্লব হয় না, সাথি! ভাতের জন্যেও লড়তে গেলে ভাতের স্বাদ জানতে হয়। তাই যদি বেঁচে থাকার পন্থাকে আপনারা নিন্দা করতে শুরু করেন, তা হলে খুনের জন্য বিচার চাওয়াটা হিপোক্রেসি নয় কি?”
তিনি লেখেন, "আমি পেশায় অভিনেতা। সংসারও চলে অভিনয় করেই। আর শুধু আমারই নয় আরও দশটা মানুষের সংসারও চলে। তারা আমার ওপরে নির্ভরশীল। আমার কাজ ভালোবেসে করি, ওটাই আমার প্যাশন! ওটাই আমার ভাত কাপড় জোটায়। বাকি সক্কলে যেমন কাজ সামলে এই আন্দোলনে সাড়া দিচ্ছেন, আমিও তার চেয়ে আলাদা নই।"
তিনি আরও লিখেছেন, “আমার কাজের প্রতি আমার দায় আছে, দায়িত্ব আছে। আমি প্রচার করার জন্য চুক্তিবদ্ধ। কাজের প্রতি ভালবাসার জায়গা থেকে প্রচারও করব নতুন ছবির, আবার আন্দোলনেও থাকব। দু’টোই করব। এবং বেশ করব।”
স্বস্তিকা লিখেছেন, “পুজো না হয় একা করলেন, উৎসব সবাই মিলে করতে হয়। আমি পুজোয় আছি, উৎসবে নেই। এ আমার একান্তই ব্যক্তিগত স্টান্স! আপনাদের ইচ্ছে হলে থাকবেন না হলে থাকবেন না। ইচ্ছে হলে আমার সিনেমা দেখবেন না হলে দেখবেন না। প্রতিবাদ করছি বলে কিছু মানুষ দেখলাম তার প্রতিবাদ করছেন। অদ্ভুত, এই প্রথম দেখলাম এমন। অসুবিধা নেই। আর কোনও কৈফিয়তও আমি দেব না। আন্দোলন দীর্ঘজীবি হউক।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন