আর জি কর কাণ্ডে প্রথম থেকেই সবর অভিনেত্রী উষসী চক্রবর্তী। নির্যাতিতার বিচার চেয়ে বার বার পথে নেমেছেন তিনি। রাত জেগেছেন, প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন। এমনকি জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চেও গিয়েছেন অভিনেত্রী। এবার সেই সংক্রান্ত একটি ভুয়ো পোষ্টে নাম জড়িয়েছে অভিনেত্রীর।
সম্প্রতি অভিনেত্রীর নাম করে সমাজমাধ্যমে একটি পোষ্ট ছড়িয়েছে। যেখানে ১৫ জন জুনিয়র চিকিৎসকের ছবি ও নাম রয়েছে। সেই পোষ্টে দাবি করা হয়েছে, ‘টাকা দিয়ে গোল্ড মেডেল পাওয়া ডাক্তার। আর জি কর মেডিক্যাল কলেজের সন্দীপ ঘোষের বাহিনীর সদস্য।‘ পোষ্টের নীচে নাম রয়েছে উষসী চক্রবর্তীর। তাঁর প্রোফাইল থেকেই নাকি ছড়িয়েছে পোষ্টটি।
পোষ্টটি অভিনেত্রীর নজরে আসতেই নিজের সমাজমাধ্যমে পোষ্টটি শেয়ার করে তিনি জানিয়েছেন, এই পোষ্টটি সম্পূর্ণ মিথ্যে। অভিনেত্রী লিখেছেন, ‘আমি আমার এই পোস্টের মাধ্যমে জানাতে চাই, এই Whtsapp-টির বক্তব্য কোনওভাবেই আমার নয়। এই পোষ্ট বা মেসেজ কোথা থেকে কে পেয়েছেন সে বিষয়ে আমি অবহিত নই। এবং এই পোস্টে যা যা তথ্য দেওয়া আছে তা আমি যাচাই করিনি।‘
অভিনেত্রী বিরক্ত প্রকাশ করে লেখেন, ‘কেউ বা কারা সম্ভবত এই unverified post-টি আমার নামে পোষ্ট করে আমায় কোনও বিপদে ফেলতে চাইছেন। আমি এই প্রবণতাকে ধিক্কার জানাই। এই পোষ্টে অকারণে আমার নাম ব্যবহার করা নিয়ে আমি খুবই বিরক্ত। এই পোস্টের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই।‘
এই বিষয়ে অভিনেত্রী এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ভবিষ্যতে আবার এমন ঘটলে তিনি আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন