ভুটের একটি ওয়েব সিরিয়াল ‘আধা ইশক’-এর জন্য কলম ধরলেন কালজয়ী শিল্পী গুলজার। এই সিরিয়ালটির নাটকীয় প্লট কিংবদন্তি কবি, গীতিকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা, পদ্মভূষণ পুরষ্কারপ্রাপ্ত গুলজারকে মোহিত করেছিল, তাই এবার এই ওয়েব শো টির জন্য কলম ধরলেন সম্পূরন সিং কালরা ।
পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গীতিকার, সম্প্রতি ‘ভুট’-প্ল্যাটফর্মের ‘আধা ইশক’ নামক ওয়েব সিরিজের জন্য আধুনিক হিন্দি ও পাঞ্জাবী রোমান্টিক গান রচনা করেছেন। গুলজার বলেছেন, ‘আধা ইশক'-এর স্ক্রিপ্ট অভিনব। তা প্রচলিত প্রেমের গল্পের চেয়ে আলাদা। এক অপ্রত্যাশিত প্রেম কাহিনী ও তার সাথে মুখ্য চরিত্রদের হৃদয়বিদারক গল্প, যা এই গল্পের মূল আকর্ষণের জায়গা। গল্পের প্লটই গানগুলি তৈরি করতে সাহায্য করেছে। সিরিজটির পরিচালক নন্দিতা মেহরার সাথে অনেক আলোচনার পর, এই কবিতাগুলি তৈরি হয়েছে। যা এই সিরিয়ালের চরিত্রগুলির দ্বারা অনুভব করা রোমান্স এবং বিরহের ছবি তুলে ধরে।’
'আধা ইশক' ঘটনাগুলির যে মোড়কে অনুসরণ করে, রিনি নামের একটি অল্পবয়সী মেয়ে একজন শিল্পী সাহিরের প্রেমে পড়েন। যিনি তাঁর মা রোমার সাথে একটি উগ্র রোমান্টিকতা শেয়ার করেন। নন্দিতা মেহরা পরিচালিত, এই রোমান্টিক নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমনা শরীফ, প্রতিভা রান্তা, গৌরব অরোরা এবং কুণাল রায় কাপুর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন