সুশান্ত সিং মৃত্যুকাণ্ডে বিপাকে উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে! তড়িঘড়ি দৌড়লেন বম্বে হাইকোর্টে

People's Reporter: আদিত্য ঠাকরের আইনজীবী রাহুল আরোট জানান, এমনিতেও এই জনস্বার্থ মামলা সঠিক পদ্ধতি মেনে করা হয়নি। কারণ ইতিমধ্যেই মামলাটি সিবিআই তদন্তের অধীনেই আছে।
সুশান্ত সিং মৃত্যুকাণ্ডে বিপাকে আদিত্য ঠাকরে
সুশান্ত সিং মৃত্যুকাণ্ডে বিপাকে আদিত্য ঠাকরেগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যুকাণ্ডে বিপাকে উদ্ধব ঠাকরের পুত্র আদিত্য ঠাকরে। কঠোর পদক্ষেপের আশঙ্কায় তড়িঘড়ি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি।

সুশান্ত সিং রাজপুত এবং তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুতে নাম জড়িয়েছিল আদিত্য ঠাকরের। জোড়া মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বম্বে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। যার রায় এখনও হয়নি। তার আগেই গত ১৩ অক্টোবর আদালতে যান আদিত্য।

আদিত্য ঠাকরের আইনজীবী রাহুল আরোট জানান, আদালতের কাছে আমরা আবেদন করেছি যে, কোনো রায় দানের আগে কেবল এক পক্ষের বক্তব্য যেন না শোনা হয়। আমাদেরও বক্তব্য শোনা উচিত হাইকোর্টের। কোনও আদেশ দেওয়ার আগে যেন আমাদের পক্ষের বক্তব্যও শোনা হয়। এমনিতেও এই জনস্বার্থ মামলা সঠিক পদ্ধতি মেনে করা হয়নি। কারণ ইতিমধ্যেই মামলাটি সিবিআই তদন্তের অধীনেই আছে।

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে জনস্বার্থ মামলটি দায়ের করেছিলেন ‘Supreme Court & High Court Litigants Association of India’-র সভাপতি রশিদ খান পাঠান। তাঁর দাবি ছিল, "সুশান্ত সিং রাজপুত এবং দিশা সালিয়ানের রহস্য মৃত্যুতে অবিলম্বে আদিত্য ঠাকরেকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত"।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মুম্বইয়ের বান্দ্রার বাড়িতেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান ছিল আত্মহত্যার কারণেই মৃত্যু হয়েছিল অভিনেতার। ওই ঘটনায় অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে সুশান্ত সিং-র পরিবার মামলা দায়ের করেছিল। রিয়া চক্রবর্তীকে গ্রেফতারও করেছিল এনসিবি। পরে জামিনে ছাড়া পান তিনি।

সুশান্ত সিং মৃত্যুকাণ্ডে বিপাকে আদিত্য ঠাকরে
Fake News Row: ভুয়ো খবর ছড়ানোয় FIR - উত্তরপ্রদেশের BJP মুখপাত্রর গ্রেপ্তারিতে শীর্ষ আদালতের রক্ষাকবচ
সুশান্ত সিং মৃত্যুকাণ্ডে বিপাকে আদিত্য ঠাকরে
Mahadev App: রণবীরের পর শ্রদ্ধা কাপুর, কপিল শর্মা সহ একাধিক সেলিব্রিটিকে তলব ইডির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in