সময়টা হয়ত ভালো যাচ্ছে না। বক্স অফিসে মুখ থুবড়ে পরছে একের পর এক ছবি। সরফিরা, বাড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ, মিশন রানিগঞ্জ, সেলফি, রক্ষা বন্ধন, সম্রাট পৃথ্বীরাজ এবং বচ্চন পান্ডে - অভিনেতা অক্ষয় কুমারের সাম্প্রতিক সমস্ত ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এবার এই নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন, তিনি পরিশ্রম করে যাবেন।
সম্প্রতি অভিনেতা তাঁর পরবর্তী ছবি 'খেল খেল মে' -এর জন্য সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে বক্স অফিসে পরপর ছবির ব্যর্থতা নিয়ে অভিনেতা বলেন, "যা হয়, ভালোর জন্যই হয়। আমি খুব বেশি ভাবি না। আমার চার-পাঁচটি ছবি কাজ করেনি। আমি অনেক মেসেজ পাই, সেখানে লেখা আছে, 'চিন্তা করো না আমার বন্ধু।' আরে আমি মরে যাইনি। দেখে মনে হয়, মানুষ আমাকে শোকবার্তা পাঠাচ্ছে।"
অভিনেতা আরও বলেন, "এমনকি একজন সাংবাদিক লিখেছেন, 'আপনি ফিরে আসবেন'। আমি তাঁকে ডেকে জিজ্ঞাসা করলাম, 'আপনি এরকম কেন লিখছেন? 'ফিরে আসব' মানে কি? আমি কোথায় গেছি?"
এরপরেই অভিনেতা কঠোর পরিশ্রম চালিয়ে যাবার কথা বলেন। অক্ষয় কুমার জানান, "আমি এখানেই আছি এবং আমি কাজ চালিয়ে যাব। লোকেরা যাই বলুক না কেন আমি সবসময় কাজ করতে থাকব। সকালে আমি ঘুম থেকে উঠি, ব্যায়াম করি এবং কাজের জন্য রওনা দেই। আমি যা উপার্জন করি, আমি আমার নিজের দমে তা করি।"
কমেডি সিনেমা 'খেল খেল মে' পরিচালনা করেছেন 'হ্যাপি ভাগ যায়েগি' এবং 'পতি পত্নি অর ওহ' খ্যাত মুদাসসার আজিজ। এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও দেখা যাবে তাপসী পান্নু, বাণী কাপুর, ফারদিন খান, অ্যামি ভির্ক, আদিত্য সীল এবং প্রজ্ঞা জয়সওয়ালকে। আগামী ১৫ আগষ্ট মুক্তি পাবে ছবিটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন