Alia Bhatt: রাশ্মিকা, কাজলের পর আলিয়া ভাটের 'ডিপফেক' ভিডিও ভাইরাল!

People's Reporter: এই ডিপভেক ভিডিওতে অভিনেত্রী আলিয়া ভাট-এর ছবি আপত্তিকরভাবে ব্যবহার করা হয়েছে।
আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ভাইরাল
আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ভাইরালছবি - সংগৃহীত
Published on

রশ্মিকা মন্দানা, ক্যাটরিয়া কাইফ, কাজলের পর সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল হলো আলিয়া ভাটের 'ডিপফেক' ভিডিও। যে ভুয়ো ভিডিওতে অভিনেত্রী আলিয়া ভাট-এর ছবি আপত্তিকরভাবে ব্যবহার করা হয়েছে।

ইতিমধ্যেই প্রযুক্তির অপব্যবহার করে বিভিন্ন খ্যাতনামা অভিনেতা অভিনেত্রীদের ডিপফেক ভিডিওর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এআই (AI) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে ব্যবহার করে তৈরি করা এইসব ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। খুব খুঁটিয়ে না দেখলে এইসব ভিডিও দেখে বোঝা দায় যে এইসব ছবি বা তাতে দেখানো কার্যকলাপ আদৌ ওই অভিনেতা বা অভিনেত্রীর নয়।

এর আগে ক্যাটরিনা কাইফ, কাজল, রাশ্মিকা মান্দানা, শচীন কন্যা সারা তেন্ডুলকরের সাথে শুবমন গিলের ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখান দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী গড়বা নাচছেন। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রসঙ্গত, গত সপ্তাহেই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছিলেন ডিপফেক ভিডিও আটকাতে ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রক একটি ওয়েবসাইট তৈরি করবে। যেখানে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আইটি নিয়ম ভাঙলে কী করতে হবে তা সম্পর্কে জানাবে। এছাড়াও এই ধরণের ভিডিওর প্রচার আটকাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

কেন্দ্রের তরফ থেকে এও জানানো হয়েছে ডিপফেক ভিডিও বানানো এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুরুতর অপরাধ। এই ধরণের ভিডিও বানিয়ে ধরা পড়লে ১ লাখ টাকা জরিমানা এবং ৩ বছরের জেল হতে পারে।

আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ভাইরাল
সমাজমাধ্যমে ভাইরাল অভিনেত্রী রাশ্মিকার ডিপফেক ভিডিও! ‘কড়া আইনি পদক্ষেপ' চেয়ে সরব অমিতাভ বচ্চনও
আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ভাইরাল
Miss Universe: জেনে নিন এবার মিস ইউনিভার্স খেতাব জয়ীর নাম? ভারতের শ্বেতা কত নম্বরে শেষ করলেন যাত্রা?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in