গীতার বাণীতে কঙ্গনার কটাক্ষের কড়া জবাব 'গাঙ্গুবাঈ' আলিয়ার, উচ্ছ্বসিত অনুরাগীরা

কঙ্গনা রানাউত লিখেছেন, ‘একজন মুভি মাফিয়া বাবা আর তাঁর ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরীর কারণে আগামী সপ্তাহে দু’শ কোটি টাকা পুড়ে ছাই হবে। এঁদের চাপে বহু পরিচালক ও স্টারকে ভুল কস্টিং করতে হয়েছে।'
কঙ্গনা রানাউত এবং আলিয়া ভাট
কঙ্গনা রানাউত এবং আলিয়া ভাটছবি সংগৃহীত
Published on

আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে সঞ্জয় লীলা বনশালি পরিচালিত, আলিয়া ভাট অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। কিন্তু তার আগে একাধি বিতর্ক তৈরি হয়েছে সিনেমাটিকে ঘিরে। কখনও নাম না করে এই ছবিকে, আবার কখনও নাম না করে আলিয়া ও তাঁর বাব মহেশ ভাটকে নিশানা করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অন্যদিকে ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়ে আদালতে গিয়েছেন 'গাঙ্গুবাঈ'-এর ছেলে বাবুজি রাওজি শাহ। পাশাপাশি 'কাঠিয়াওয়াড়ি' সম্প্রদায়ের মানুষের মানহানি হয়েছে, এই অভিযোগে ছবির নাম পরিবর্তনের আর্জি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা। তবে এগুলোর কোনো কিছুকেই পাত্তা দিচ্ছেন না 'গঙ্গু' আলিয়া।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া ভাটকে কুৎসিত ভাষায় আক্রমণ করে অভিনেত্রী কঙ্গনা রানাউত লিখেছেন, ‘একজন মুভি মাফিয়া বাবা আর তাঁর ব্রিটিশ পাসপোর্টের অধিকারী পরীর কারণে আগামী সপ্তাহে দু’শ কোটি টাকা পুড়ে ছাই হবে। এঁদের চাপে বহু পরিচালক ও স্টারকে ভুল কস্টিং করতে হয়েছে। এবারও তাই। আগামী শুক্রবার যে ছবি মুক্তি পাচ্ছে, তাতে এক ক্রিয়েটিভ পরিচালক ও এক বড় অভিনেতাকে এই পরিস্থিতির শিকার হতে দেখা যাবে।'

কঙ্গনা আরও তোপ, যতদিন বলিউডের এই মাফিয়ারা থাকবে, ততদিন হলিউড আর সাউথ এগিয়ে থাকবে।

পাল্টা জবাব দিয়েছেন আলিয়াও। কঙ্গনার নাম না নিয়ে তিনি বলেন, 'কোনও বিতর্কই আমাকে বিব্রত করতে পারে না। এসব হয়েই থাকে। ছবি ভালো হোক কিংবা খারাপ, কিছু মানুষ বিতর্কিত মন্তব্য করতে, আবার কেউ এসব নিয়ে আইনি জটিলতা তৈরি করতে ভালোবাসে।'

'রাজি'র নায়িকার কথায়, 'ছবি ভালো নাকি খারাপ, সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দর্শকের। কোনও কিছুই ছবির ভাগ্য বদলাতে পারে না। দর্শকই সব। তাঁদের সিদ্ধান্তই সবথেকে গুরুত্বপূর্ণ।' এরপরই গীতার কথা তুলে ধরে তিনি বলেন, 'গীতায় লেখা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্থবিরতার মধ্যে আসলে গতি রয়েছে।' আলিয়ার এই জবাবে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য এই ছবির মুক্তি পিছিয়ে যায়। আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজের মতো অভিনেতারা। সম্প্রতি ছবিটি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালেও দেখানো হয়েছে।

কঙ্গনা রানাউত এবং আলিয়া ভাট
নাথুরাম গডসের সমর্থনে কঙ্গনা রানাওয়াতের ট্যুইট ঘিরে সমালোচনার ঝড়

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in