নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ উঠেছিল দক্ষিণী তারকা আল্লু অর্জুনের বিরুদ্ধে। মামলাও দায়ের হয়েছিল। অবশেষে তা নিয়ে মুখ খুললেন অভিনেতা।
গত ১১ মে স্ত্রী স্নেহা রেড্ডির সঙ্গে অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে ওয়াইএসআরসিপি বিধায়ক শিল্পা রবি চন্দ্র কিশোর রেড্ডি ওরফে এস রবির বাড়িতে যান আল্লু অর্জুন। অভিনেতার উপস্থিতির কথা জানতে পেরে বিধায়কের বাড়ির সামনে জড়ো হন স্থানীয় মানুষ অভিনেতাকে দেখার উদ্দেশ্যে। সেই জমায়েত সামাল দিতে বেগ পেতে হয়েছিল পুলিশকে। এরপর অভিযোগ ওঠে, নির্বাচনের আবহে আগাম অনুমতি ছাড়াই নান্দিয়ালে গিয়েছিলেন আল্লু। এরপর অভিনেতা ও রবির বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
এই ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা। আল্লু অর্জুন জানান, “আমি নিরপেক্ষ এবং রাজনৈতিক পরিচিতি নির্বিশেষে মানুষকে সমর্থন করি। আমার কাকা পবন কল্যাণের সমর্থনে সব সময় পাশে আছি আমি। শ্বশুরমশাই মি. রেড্ডি এবং বন্ধু রবির পাশেও আছি আমি।”
বন্ধু রবিকে নির্বাচনে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেতা। কিন্তু গতবারে সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি। তাঁর কথায়, “এ বার অন্তত কথা রাখতে নান্দিয়ালে গিয়েছিলাম।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন