Ameen Sayani: জনপ্রিয় বেতার উপস্থাপক আমিন সাহানি প্রয়াত

People's Reporter: আমিনের মৃত্যু সংবাদ সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর পুত্র রাজিল সাহানি। জনপ্রিয় বেতার অনুষ্ঠান ‘গীতমালা’-র জন্য খ্যাত ছিলেন তিনি।
আমিন সাহানি
আমিন সাহানি ছবি, সংগৃহীত
Published on

প্রয়াত জনপ্রিয় বেতার উপস্থাপক আমিন সাহানি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আমিনের মৃত্যু সংবাদ সংবাদমাধ্যমে জানিয়েছেন তাঁর পুত্র রাজিল সাহানি। জনপ্রিয় বেতার অনুষ্ঠান ‘গীতমালা’-র জন্য খ্যাত ছিলেন সাহানি।

জানা গেছে, মঙ্গলবার রাতে আমিন সাহানি হৃদরোগে আক্রান্ত হন। এরপর তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি বেসরকারী হাসপাতালে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতেই প্রয়াত হন তিনি।

আমিন ১৯৩২ সালের ২১ জুন মুম্বাইতে জন্মগ্রহণ করেন। বেতার জগতের প্রথমে ইংরাজি উপস্থাপক হিসাবে কাজ শুরু করলেও, স্বাধীনতার পরবর্তী সময়ে তিনি হিন্দির উপর বেশি জোর দেন। ১৯৫২ সালে আমিনকে প্রচারের আলোয় নিয়ে আসে বিখ্যাত সঙ্গীতানুষ্ঠান ‘গীতমালা’। সেই সময়ে বলিউডের জনপ্রিয় গানের সঙ্গে তাঁর কণ্ঠস্বরের যুগলবন্দি দেশের মানুষের মন জয় করে নেয়। এই অনুষ্ঠানটি ১৯৯৪ সাল পর্যন্ত নিয়মিত সম্প্রচার করা হত। এরপর ২০০০ ও ২০০১ সালে কিছু পরিবর্তন করে ফের সম্প্রচার করা হয়।

আমিন তাঁর কর্মজীবনে ৫৪ হাজার বেতার অনুষ্ঠান উপস্থাপন করেছেন। ভয়েজ ওভার দিয়েছেন ১৯ হাজারেরও বেশি বিজ্ঞাপনে। তাঁর প্রয়াণে শোক বার্তা জানিয়েছে বেতার জগতের শিল্পীরা।

আমিন সাহানি
Lok Sabha Polls 24: মহারাষ্ট্রের ৩৯ টি আসনে ঐক্যমত ‘ইন্ডিয়া’ জোটের - জানালেন শরদ পাওয়ার
আমিন সাহানি
Sandeshkhali: ‘বৃন্দা কারাত ফ্যাশন প্যারেড করতে গেছেন’ - তীব্র আক্রমণ কুণাল ঘোষের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in