ঠিকঠাক গল্প না থাকলেই যৌনতা ও হিংসার ওপর নির্ভর করা হয়, ‘Animal’ বিতর্কে ভাইরাল আমিরের পুরনো ভিডিও

People's Reporter: আমিরের কথায়, “ওঁরা মনে করেন যদি ছবিতে মারপিট ও যৌনতা ঢুকিয়ে দিই তাহলে সেই ছবি সফল হবে। আমি মনে করি এই ধরনের ছবি সেই সময়ে সাফল্য লাভের সম্ভাবনা রাখলেও সমাজের প্রবলভাবে ক্ষতি করে।”
‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যে রণবীর কাপুর এবং আমির খান (ডানদিকে)
‘অ্যানিম্যাল’ ছবির দৃশ্যে রণবীর কাপুর এবং আমির খান (ডানদিকে)ছবি সংগৃহীত
Published on

সন্দীপ রেড্ডি ভাঙ্গা এবং রণবীর কাপুর পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবিটি গত ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রক্ষাগৃহে। মুক্তি পাওয়ার চারদিনের মধ্যেই দেশজুড়ে ২০০ কোটির বেশি ব্যবসা করেছে ছবিটি। বিশ্বজুড়ে সেই রোজগার পৌঁছেছে ৩৬০ কোটি টাকায়। ছবি মুক্তির পর দর্শকমহলের মিশ্র মতামত সামনে আসছে। যেমন দর্শকদের একাংশের ছবিটি পছন্দ হয়েছে। তেমনি অনেকেই এই ছবির সমালোচনা করে বলেছেন, এই ছবি পিতৃতন্ত্রের চোখরাঙানিতে পরিপূর্ণ, যেখানে আলফা মেল-এর স্তুতি করা হয়েছে, মহিলাদের খেলনা হিসেবে দেখানো হয়েছে। সেই সঙ্গে হিংসা, হানাহানিতো আছেই।

আর এই আবহেই ভাইরাল হয়েছে অভিনেতা আমির খানের একটি পুরানো সাক্ষাতকারের ভিডিও। যেখানে কীভাবে পরিচালকরা যৌনতা ও হিংসাকে ছবিতে ব্যবহার করেন, তা নিয়ে মন্তব্য করতে দেখা গেছে ‘মিস্টার পারফেকশনিষ্ট’কে।

আমির খানের পুরনো এই ভিডিও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'রেডিট'-এ শেয়ার করা হয়। সেখানে আমিরকে বলতে শোনা যায়, “কিছু কিছু আবেগ আছে যেগুলো দর্শককে উত্তেজিত করার জন্য সহজে ব্যবহৃত হয়। যেমন যৌনতা ও হিংসা এর উৎকৃষ্ট উদাহরণ। এই দুই আবেগ সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য সবচেয়ে সহজ অস্ত্র। যে সমস্ত পরিচালকেরা গল্প তৈরি করতে, আবেগ ফুটিয়ে তুলতে বা পরিস্থিতি তৈরি করতে তেমন পারদর্শী হন না, তাঁরা যৌনতা ও ভায়োলেন্সের ওপর প্রচণ্ডভাবে নির্ভর করেন যাতে তাঁদের সিনেমা ভাল ব্যবসা করতে পারে।“

একইসঙ্গে এই ধরনের ছবি বা বিষয়ের ফলে তা কী কী ধরনের প্রভাব ফেলতে পারে দর্শকের ওপর বা যুবসমাজের মস্তিষ্কে সেই নিয়েও কথা বলেন তিনি। অভিনেতার কথায়, “ওঁরা মনে করেন যে যদি ছবিতে প্রচুর মারপিট ও যৌনতা ঢুকিয়ে দিই তাহলে সেই ছবি সফল হবে। আমি মনে করি এমন চিন্তাধারা ভুল। এই ধরনের ছবি সেই সময়ে সাফল্য লাভের সম্ভাবনা রাখলেও সমাজের প্রবলভাবে ক্ষতি করে।“

সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল ছবিতে রণবীরের কাপুরের পাশাপাশি দেখা গেছে দক্ষিণী নায়িকা রাশ্মিকা মন্দনা, ববি দেওয়াল, অনিল কাপুর প্রমুখদের। তবে বিভিন্ন নেতিবাচক রিভিও সত্ত্বেও বর্তমানে বক্স অফিসে সফল এই ছবিটি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in