লোকসভা নির্বাচনের প্রথম দিনই ভাইরাল হলো আমির খানের ভোট প্রচারের 'ভুয়ো' ভিডিও। ভিডিওতে দেখা যায় আমির খানকে দিয়ে কংগ্রেসের ভোট প্রচার করানো হচ্ছে। ইতিমধ্যেই সেই ভিডিও নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
নির্বাচনী প্রচার নিয়ে ফের আমির খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিকৃত ভিডিওটিতে আমির বলেন, আপনাদের জন্য দুটি গ্যারান্টি রয়েছে। একটি ভালো এবং অন্যটি খারাপ। খারাপ খবর হলো আবার জুমলাবাজি প্রতিশ্রুতিগুলি আপনার জীবনকে ধ্বংস করে দেবে। ভালো খবর হচ্ছে আপনার উন্নয়নের জন্য '৫ ন্যায়' রয়েছে। এরপর ভিডিওতে দেখা যায় লেখা রয়েছে, 'ন্যায়ের জন্য ভোট দিন, কংগ্রেসকে ভোট দিন'। সাথে কংগ্রেসের প্রতীকও রয়েছে।
লোকসভা নির্বাচন উপলক্ষ্যে বিজেপি 'মোদী কা গ্যারান্টি' ট্যাগ লাইন নিয়ে প্রচার চালাচ্ছে। আর কংগ্রেস তাদের ইশতেহারে 'ন্যায়' শব্দটি উল্লেখ করেছে। ফলে আমিরের ভুয়ো ভিডিও যে কংগ্রেসের পক্ষেই বানানো হয়েছে তা কারুর বুঝতে অসুবিধা হয়নি।
জানা যাচ্ছে ভাইরাল হওয়া ভিডিওটি ১০ বছর পুরনো। 'সত্যমেব জয়তে' অনুষ্ঠানের একটি ৪০ সেকেন্ডের প্রোমোকে বিকৃত করা হয়েছে। যেখানে আমির খান বলেছিলেন, বন্ধুরা আপনাদের জন্য আমার কাছে দুটি খবর আছে। একটি ভালো খবর এবং অন্যটি খারাপ খবর। খারাপ খবরটি হচ্ছে আমি আবার আসছি আপনাদের রবিবারগুলিকে নষ্ট করতে। আর ভালো খবর এটাই যে মার্চ মাসের মাত্র ৫টি রবিবার নষ্ট করবো।
এই ভিডিওতে দেওয়া আমিরের কন্ঠস্বর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরিবর্তন করা হয়েছে। বিকৃত কন্ঠস্বর শুনেই মনে হবে বলিউড তারকা যেন বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন।
প্রসঙ্গত, কিছু দিন আগেই আমির খানের এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছিল, সেটিও ভুয়ো ছিল। একটি বিজ্ঞাপনী প্রচার ভিডিওতে আমিরকে মোদীর দেওয়া ১৫ লক্ষ টাকার প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে দেখা যায়। কেন এখনও প্রত্যেক ভারতীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই টাকা আসেনি, তা নিয়ে প্রশ্ন করতে দেখা যায় তাঁকে। আমির খান সেই ভিডিও-র বিরুদ্ধে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম সেলে এফ আই আর দায়ের করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন