Amol Palekar: কোভিড-১৯-এর লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি অমল পালেকর

গতকালে তাঁকে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৭ বছর বয়সী এই অভিনেতার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।
অমল পালেকর
অমল পালেকরফাইল ছবি সংগৃহীত
Published on

কোভিড-১৯-এর সংক্রমণের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রবীণ বলিউড অভিনেতা অমল পালেকর। ১৯৭০ দশকের বলিউডের এভরিম্যান, প্রবীণ অভিনেতা এবং পরিচালক অমল পালেকার, 'রজনীগন্ধা', 'চিৎচোর' এবং 'গোল মাল'-এর মতো হিন্দি ক্লাসিকের জন্য সুবিখ্যাত। গতকালে তাঁকে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭৭ বছর বয়সী এই অভিনেতার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

পালেকার মারাঠি মূলধারার চলচ্চিত্র এবং সমান্তরাল সিনেমাতেও কাজ করেছেন। ১৯৭১ সালে 'শান্ততা! কোর্ট চালু আহে’ চলচ্চিত্র দিয়ে তাঁর আত্মপ্রকাশ। এরপর ১৯৭৪ সালে রাখীর বিপরীতে বসু ভট্টাচার্যের 'রজনীগন্ধা' চলচ্চিত্র দিয়ে তিনি বলিউডে পা রাখেন।

'গোল মাল' এবং 'নরম গরম'-এর মতো মধ্যবিত্ত পারিবারিক কমেডি-তে অভিনয় করার জন্য তিনি জনপ্রিয় ছিলেন। এছাড়াও পালেকর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে আছে ঘরোন্দা, শ্রীমান শ্রীমতী, রঙ বিরঙ্গী এবং ভূমিকা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in