এবার লিখিত অভিযোগ দায়ে হল প্রবীণ অভিনেতা তথা রাজ্য বিজেপির কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে জোড়াসাঁকো থানায় স্থানীয় বাসিন্দাদের তরফে এই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে খবর, ‘মহাগুরু’র বিরুদ্ধে এখনও এফআইআর রজু হয়নি। এর আগেও একই অভিযোগে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হয়েছে।
সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ২৭ অক্টোবরের সেই সভায় উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীও। সেই সভায় বক্তৃতা দিতে গিয়ে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের একটি পুরানো বক্তব্য টেনে মিঠুন বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেছেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে কিছু বলবেন। কিন্তু কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।’
শুধু তাই নয়। সেদিনের সভা মঞ্চ থেকে মিঠুন আরও বলেন, ‘আমাদের এমন সদস্য চাই, যাঁরা বুক চিতিয়ে বলবেন, মার। কত গুলি আছে দেখি। এমন কর্মী চাই না, যাঁরা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে আপনারা তৃণমূলে চলে যান। আমি বলে যাচ্ছি, আপনারা আমাদের বাগানের একটা ফল যদি ছেঁড়েন, আমরা চারটে ছিঁড়ব। এটা সত্যি। নইলে জিততে পারব না।’ ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম সংক্রান্ত মন্তব্য করে প্রবীণ অভিনেতা বলেছিলেন, ‘এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সি মিঠুন বলছে। রাজনীতি করেছি। রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই। সাহস চাই। বুক চিতিয়ে এগিয়ে আসতে হবে।‘
মিঠুন চক্রবর্তীর এহেন মন্তব্যের ফলে সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এ কথা উল্লেখ করে জোড়াসাঁকো থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এর আগে সোমবার বৌবাজার থানায় এক ব্যক্তি মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এছাড়া বিধাননগর দক্ষিণ থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তবে অভিযোগ দায়ের হলেও মিঠুনের বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করবে কিনা, তা এখনও জানা যায়নি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন