ভারত পাকিস্তান ম্যাচ খেলতে ২২ গজে বল হাতে মাঠে নামলেন অনুষ্কা শর্মা। ইডেনের মাঠে ভারতীয় জার্সিতে প্র্যাকটিস করতেও দেখা গেল বিরাট পত্নীকে। অভিনেত্রীর বল করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে।
এতদিন বিরাট কোহলির হয়ে গ্যালারিতে গলা ফাটাতেন তিনি। স্টেডিমায়ের ওই গ্যালারি থেকে সোজা মাঠেই খেলতে নামলেন অনুষ্কা শর্মা। হ্যাঁ ঠিকই শুনেছেন ইডেনে বল হাতে মাঠ কাঁপাচ্ছেন বলিউড অভিনেত্রী। কিন্তু কোন সত্যিকারের ম্যাচের জন্য নয়। নিজের ছবি ‘চাকদহ এক্সপ্রেসে’-র শ্যুটিং করার জন্য। ছবিতে ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করছেন অনুষ্কা শর্মা। ভারত-পাকিস্তান ম্যাচের পটভূমিকায় এই সিনেমা তৈরি হয়েছে।
রবিবার তিনি কলকাতায় এসেছেন। সাথে মেয়ে ভামিকাকেও এনেছেন। ছবির কাজ চলতি বছরের জুন মাস থেকেই শুরু করেছিলেন। সেই খবর নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেন। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কয়েকদিন পর মুক্তি পাবে 'চাকদহ এক্সপ্রেস’। গত বছরের শেষে শোনা গিয়েছিল, প্রযোজক হিসাবে পরিচালক প্রসিত রায়ের এই প্রোজেক্টের পাশে থাকবেন। কিন্তু অভিনয় করবেন না। এর আগে প্রসিত রায়ের পরী ছবিতেও কাজ করেছেন অনুষ্কা শর্মা। ছবিটি লিখেছেন অভিষেক ব্যানার্জী।
ছবিতে অতুল শর্মাকে আইসিসি-র প্রধানের ভূমিকায় দেখা যাবে। এছাড়াও অভিনয় করেছেন হামজা বাট, মনোজ আনন্দ, হারুন রফিক, ভরত মিস্ত্রি, নাতাশা মালিক, দিয়া জন্ডু, ড্যাভ বান্নিস্টার সহ বহু অভিনেতা অভিনেত্রীরা। ছবিটির প্রযোজক হলেন হরিশ আইয়ার, সৌরভ মালহোত্রা ও কর্ণেশ শর্মা। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে আছেন প্রতীক শাহ। কাস্টিং করেছেন বৈভব বিশ্বন্ত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন