ওয়েব সিরিজ বানিয়ে বেকায়দায় পড়লেন সিনেমা পরিচালক একতা কাপুর। তাঁর এবং তাঁর মায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বিহারের এক আদালত।
ওয়েব সিরিজ তৈরি করে এমন আইনি জটিলতার সম্মুখীন হতে হবে তিনি হয়তো ভাবেননি। একতা কাপুরের ট্রিপল এক্স (সিজন ২)-এ ভারতীয় সেনাবাহিনীকে অপমান করা হয়েছে। এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। বিহারের বেগুসরাই আদালতের দ্বারস্থ হন এক প্রাক্তন সেনাকর্মী। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে পরিচালক একতা কাপুর ও তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে।
মামলাকারীর অভিযোগ, ট্রিপল এক্স-এ এক সেনাকর্মীর স্ত্রী-র সাথে অন্য এক ব্যক্তির আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, এই দৃশ্যের ফলে অনেক সেনাকর্মীর মনোবল ভেঙে যেতে পারে। আমি নিজে একজন সেনা কর্মী হিসেবে মর্মাহত হয়েছি।
ওই সেনাকর্মীর আইনজীবী বলেন, আপত্তিকর দৃশ্যগুলি একতা কাপুর তাঁর ওয়েব সিরিজ থেকে বাদ দিলেও আদালতে হাজিরা দেননি। সেক্ষেত্রে আদালত অবমাননাও করা হয়েছে। সেই জন্যই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিরিজটি। একতা কাপুরের মালিকাধীন প্ল্যাটফর্মেই দেখানো হয় সিরিজটি। মূলত হিন্দি ভাষায় তৈরি করা হয়েছে সিরিজটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন