দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী আশা পারেখ। ৩০ সেপ্টেম্বর তাঁকে এই সম্মান প্রদান করা হবে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
দু’বছর আগের মনোনয়নের ভিত্তিতে এই সম্মান দেওয়া হচ্ছে বর্ষীয়ান অভিনেত্রীকে। ৬৮তম জাতীয় চলচিত্র উৎসবে রাষ্ট্রপতির সভাপতিত্বে দাদাসাহেব ফালকে পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হবে।
আশা পারেখ ১৯৪২ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি নিজের কেরিয়ার শুরু করেন শিশু শিল্পী হিসেবে। তাঁর নাচে মুগ্ধ হয়ে পরিচালক বিমল রায় ‘মা’ সিনেমাতে সুযোগ দেন। মা-র দু’বছরের মাথায় ‘বাপ বেটি’ ছবিতেও কাজ করেন অভিনেত্রী। ১৯৫৯ সালে ‘দিল দেকে দেখো’ সিনামাতে শাম্মী কাপুরের বিপরীতে অভিনয় করেন। যা তাঁকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাতে সাহায্য করে।
এরপর আশা পারেখ, ‘যাব পেয়ার কিসি সে হোতা হ্যায়’, ‘ফির ওহি দিল লায়া হুঁ’, ‘তিসরি মনজিল’, ‘বাহারোকে স্বাপ্নে’, ‘পেয়ার কা কাসাম’, ‘কারাভান’, ‘দো বাদান’, ‘চিরাগ’, ‘ম্যায় তুলসী তেরে অঙ্গন কি’ এবং ‘কাটি পতং’-র মতো আরও অনেক সিনেমা করেছেন। হিন্দি ছাড়াও তিনি পাঞ্জাবী ও গুজরাটি ছবিতেও কাজ করেছেন।
৭৯ বছরের অভিনেত্রী সিনেমা করা বন্ধ করে দেন ১৯৯৫ সাল থেকে। ৯৫ সালের পর থেকে তিনি টিভি সিরিয়াল পরিচালনায় বেশি জোর দেন। ২০০২ সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান। ২০০৬ সালে পান ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। পুনে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড লাভ করেন ২০০৭ সালে। ১৯৯২ সালে তিনি ‘পদ্মশ্রী’ সম্মানও অর্জন করেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন