কাশ্মীর ফাইলস্ নিয়ে মুখ খুলে বিপাকে অভিনেত্রী সাই পল্লবী, FIR দায়ের করল বজরং দল

বজরং দলের তরফে পল্লবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হায়দ্রাবাদের সুলতান বাজার থানায়। বজরং দলের অভিযোগ পল্লবী ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন।
সাই পল্লবী
সাই পল্লবীগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ধর্মের নামে হিংসা ছড়ানো নিয়ে মুখ খুলে এবারে বিপাকে দক্ষিণের অভিনেত্রী সাই পল্লবী। বুধবার (১৫ জুন), ইউটিউব চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে, বিবেক অগ্নিহত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।

পল্লবী বলেছিলেন যে, 'দ্য কাশ্মীর ফাইলস’ –এ দেখানো হয়েছে সেই সময়ে কাশ্মীরি পণ্ডিতদের কীভাবে হত্যা করা হয়েছিল৷ একে যদি আপনি 'ধর্মীয় সংঘাত' হিসেবে দেখেন, তাহলে সম্প্রতি দেশে একটি ঘটনা ঘটেছে, যেখানে একজন মুসলিম ব্যবসায়ী গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার জন্য, তাঁর উপর হামলা করা হয়েছে। তাঁকে দিয়ে বলপূর্বক জয় শ্রী রাম বলানো হয়েছে। তাহলে সেই সময় (কাশ্মীর ফাইলসের প্রেক্ষাপটের সময়) আর আজকের সময়ের মধ্যে পার্থক্যটা কোথায়?' –এই মন্তব্যের পর বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

হায়দ্রাবাদের ভাগ্যনগরের বজরং দলের তরফে পল্লবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে হায়দ্রাবাদের সুলতান বাজার থানায়। বজরং দলের অভিযোগ পল্লবী ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

উক্ত ইউটিউব চ্যানেলের ইন্টারভিউতে পল্লবী জানিয়েছেন, তিনি একটি নিরপেক্ষ পরিবারে বড় হয়েছেন। ছোট থেকে শিক্ষা পেয়েছেন, জীবনে ভালো মানুষ হয়ে ওঠাই আসল। আরও বলেন, আমাকে শেখানো হয়েছে, যে মানুষ কষ্টে আছে তাঁকে সাহায্য করা। যে মানুষ অবদমিত, সংখ্যালঘু তাঁকে রক্ষা করা অন্য মানুষের কর্তব্য।

আজ (১৭ জুন), প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পল্লবীর ছবি ‘ভিরাতা পারভম’। উদুগুলা ভেনু পরিচালিত এই ছবিতে পল্লবী ছাড়াও দেখা যাবে রানা দাগ্গুবতী, নবীন চন্দ্র, প্রিয়মনি ও একঝাঁক দক্ষিণী তারকাকে।

তবে, উক্ত ভাইরাল মন্তব্যের জেরে নেটিজনেরা সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করেছেন অভিনেত্রীকে। তাঁর নামে ট্রোল, মিম এসবে ছেয়ে গেছে ইন্টারনেট। পল্লবী অভিনীত আসন্ন ছবি ‘ভিরাতা পারভম’ –এ এই ঘটনার কোন প্রভাব পড়বে কিনা তা-ই এখন দেখার।

সাই পল্লবী
কাশ্মীর ফাইলস ধর্মীয় হিংসাকে উস্কে দিয়েছে! মুখ খুললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in