বিশ্বকাপ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই লুসাইল স্টেডিয়ামে শুরু হবে মহারণ। বিশ্ব তাকিয়ে আছে মেসি এমবাপ্পে দ্বৈরথ দেখার জন্য। একদিকে ইউরোপ অন্যদিকে লাতিন আমেরিকা। বলা যেতে পারে দুই মেরুতে ভাগ হয়ে গেছে ফুটবল বিশ্ব। কেউ বলছেন মেসি চ্যাম্পিয়ন হবে তো আবার কেউ এমবাপ্পেকে এগিয়ে রাখছেন। বলিউডের 'কিং খান' শাহরুখ খান অবশ্য মেসিকেই সাপোর্ট করছেন। তার ট্যুইটার পোস্ট দেখলেই সেটা বোঝা যায়।
নিজের ফ্যানদের সাথে কথোপকথনের জন্য চালু করা ‘আস্ক এসআরকে’-তে শাহরুখ খানের কাছে এক ফ্যান জানতে চান তিনি (শাহরুখ খান) কোন দলকে সমর্থন করবেন ফাইনালে? শাহরুখ খান প্রত্যুত্তরে লেখেন, ‘আরে বন্ধু, জানো হৃদয় বলছে মেসি?? কিন্তু এমবাপ্পেকেও নজরে রাখতে হবে’।
উল্লেখ্য, লিওনেল মেসির সামনে শেষ সুযোগ দলকে বিশ্বকাপ জেতানোর। ২০১৪ সালে প্রথমবার সুযোগ পেয়েছিলেন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেওয়ার। সেবার পারেননি। দেশের জার্সিতে সম্ভবত শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবেন মেসি। তিনি কি পারবেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটাতে? নাকি ফ্রান্স, ইতালি ও ব্রাজিলের মতো পর পর দু'বার বিশ্বকাপ জয় করবে?
সম্প্রতি ব্রাজিলিয়ান কিংদন্তী কাফুও মেসির প্রশংসা করেন। তিনি বলেন, “বিশ্বকাপে ব্রাজিল নেই তাই আমি মেসিকেই সমর্থন করব। এখনও পর্যন্ত দুর্দান্ত খেলছেন তিনি। প্রথম ম্যাচ হারের পর মেসি সহ আর্জেন্টিনাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এমনকি প্রথম হারটাই যেন বিশ্বকাপ থেকে আর্জেন্টিনার বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছিল। তারপর মেসি নিজের দায়িত্বে পুরো দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এত কিছুর জন্য আমি মেসিকেই বিশ্বচ্যাম্পিয়ন দেখতে চাই”।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন