কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলো বিজেপি। এক সাংবাদিকের সাথে কুরুচিকর ভাষায় কথা বলার অভিযোগে মুচিপাড়া থানায় গায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা কল্যাণ চৌবে এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সাংবাদিক ও গায়কের কথোপকথনের এই অডিও। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে সুমনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।
থানায় দায়ের করা অভিযোগে বিজেপি জানিয়েছে, বাঙালি, হিন্দু এবং হিন্দুদের দেবতা রামকে অপমান করেছেন কবীর সুমন। ধর্ষণের হুমকি দিয়েছেন। অভিযুক্তের এই মন্তব্য সাম্প্রদায়িক এবং ধর্মীয় সম্প্রীতির পক্ষে ক্ষতিকর।
অভিযোগপত্রে প্রয়াত অভিনেতা তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ তাপস পালের প্রসঙ্গ টেনে তাঁর সাথে কবীর সুমনের তুলনা করা হয়েছে। তাপস পালও প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছিলেন। অভিযোগের সাথে প্রমাণ হিসেবে ভাইরাল অডিয়ো ক্লিপও জমা দিয়েছে বিজেপি বলে জানা গেছে। পিপলস্ রিপোর্টার এই অডিয়োর সত্যতা যাচাই করেনি তবে শনিবার সকালে নিজের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে গায়ক স্বীকার করে নিয়েছেন ওই কন্ঠস্বরটি তাঁরই।
অভিযোগ দায়েরের পর সজল ঘোষ জানিয়েছেন, 'কবীর সুমন মাওড়া শব্দটি ব্যবহার করেছেন। তাই তাঁর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ এনেছি আমরা। ২৪ ঘণ্টার মধ্যে উনি ক্ষমা চাইলে, ওনার বয়সের কথা মাথায় রেখে আমরা অভিযোগ প্রত্যাহারের বিষয়ে ভাববো। আর তা না হলে আমরা অন্য পথে হাঁটবো।'
অপর এক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, কবীর সুমনের কাছ থেকে রাজ্য সরকারের দেওয়া সমস্ত সম্মান ফিরিয়ে নেওয়ার হোক।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন