৫ হাজার টাকা জরিমানা সহ ৬ মাসের কারাদণ্ড হলো অভিনেত্রী তথা বিজেপি নেত্রী জয়া প্রদার। শুক্রবার থিয়েটার সংক্রান্ত এক মামলায় এই নির্দেশই দিয়েছে চেন্নাইয়ের এক আদালত।
চেন্নাইয়ে প্রাক্তন রাজ্যসভার সাংসদ জয়া প্রদার একটি থিয়েটার ছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, থিয়েটার বন্ধ হয়ে যাওয়ার পর কোনও কর্মীকে ইএসআই-র টাকা ফেরত দেননি তিনি। কিন্তু মাসিক বেতন দেওয়ার সময় সকলের কাছ থেকে ইএসআই-র জন্য টাকা কেটে নেওয়া হয়েছিল।
কর্মীরা আরও অভিযোগ করেন, জয়া প্রদা কর্মীদের ইএসআই-র টাকা সরকারি বীমা কর্পোরেশনা নাকি জমাই করেননি। ফলে কর্মচারীদের আর্থিক ভাবে ব্যাপক ক্ষতি হয়েছে। এই অভিযোগ সামনে আসতেই চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে 'লেবার গভর্মেন্ট ইনস্যুরেন্স কর্পোরেশন'। তাদের দাবি, অবিলম্বে কর্মীদের ইএসআই ফিরিয়ে দিতে হবে। সেই মামলার শুনানি ছিল শুক্রবার, ১১ আগস্ট।
সওয়াল জবাব শেষে ম্যাজিস্ট্রেট আদালত জয়া প্রদার পাশাপাশি রাজা বাবু এবং রাম কুমার নামে অভিনেত্রীর দুই সঙ্গীকেও দোষী সাব্যস্ত করে। অভিনেত্রীকে ৬ মাসের জেল হেফাজতের পাশাপাশি ৫ হাজার টাকার জরিমান করে।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জয়া প্রদা। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আনা মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি। সাথে সমস্ত বকেয়াও মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। তাঁর সেই আবেদনও খারিজ করে দেয় আদালত।
অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক জীবনেও জয়া প্রদাকে সফল বলা যায়। তেলেগু দেশম পার্টির হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হয় জয়ার। পরে ২০০৪ থেকে ২০১০ পর্যন্ত সমাজবাদী পার্টিতে ছিলেন। ২০১৪-১৯ পর্যন্ত রাষ্ট্রীয় লোক দলে ছিলেন। ২০১৯ সালে যোগ দেন বিজেপিতে। বর্তমানে বিজেপিতেই আছেন জয়া প্রদা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন