Govinda: মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ গোবিন্দা, হাসপাতাল থেকে দিলেন অডিওবার্তা

People's Reporter: মঙ্গলবার সকাল ৪.৪৫ মিনিট নাগাদ ঘটে এই অঘটন। কলকাতায় রওনা দেওয়ার আগে নিজের লাইসেন্সপ্রাপ্ত রিভলবার দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। গুলি ছুটে এসে লাগে পায়ে।
গোবিন্দা
গোবিন্দাছবি - সংগৃহীত
Published on

মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ হন বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা। নিজের বন্দুক থেকে অসতর্কিত ভাবে গুলি বেরিয়ে গিয়ে লাগে অভিনেতার পায়ে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। অস্ত্রপাচারের পর আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। হাসপাতাল থেকে অডিও বার্তাও দিয়েছেন গোবিন্দা।

নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন গোবিন্দা। মঙ্গলবার কলকাতায় আসার কথা ছিল অভিনেতার। বিমানবন্দরে রওনা দেওয়ার আগে নিজের বন্দুক চেক করছিলেন তিনি। সেই সময়ই ঘটে এই দুর্ঘটনা। জানা যায়, মঙ্গলবার সকাল ৪.৪৫ মিনিট নাগাদ ঘটে এই অঘটন। কলকাতায় রওনা দেওয়ার আগে সেটি দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায়। গুলি বেরিয়ে গিয়ে তা এসে লাগে পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। 

অনেকটা রক্তক্ষরণ হওয়ায় প্রথমে আইসিইউতে রাখা হয় অভিনেতাকে। অস্ত্রোপচার করে শরীর থেকে গুলি বার করা হয়েছে তাঁর। এখন স্থিতিশীল রয়েছেন তিনি। যদিও এখন ৪৮ ঘণ্টা হাসপাতালেই থাকতে হবে তাঁকে। গোটা পরিবার রয়েছে তাঁর সঙ্গে।

স্থিতিশীল হওয়ার পর হাসপাতাল থেকে একটি অডিয়োবার্তা দিয়েছেন গোবিন্দা। সেখানে অভিনেতা বলেন, “হ্যাঁ আমার গুলি লেগেছিল। সেই গুলি বের করা হয়েছে। আমার পরিবার, আমার মা-বাবার আশীর্বাদের যে গুলিটা লেগেছিল বেরিয়ে গিয়েছে। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।”  

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in