অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনে মুখ দেখিয়ে এবার বিপাকে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। জানা গেছে, মহারাষ্ট্রের এক হিন্দু সংস্থা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ উঠেছে, এই বিজ্ঞাপনের ফলে মহারাষ্ট্র পুলিশের সুনাম ক্ষুন্ন হয়েছে।
জানা গেছে, মহারাষ্ট্রের হিন্দু জনজাগৃতি সমিতি নামে ওই সংস্থা অভিনেতার বিরুদ্ধে মুম্বাই পুলিশ কমিশনার এবং মহারাষ্ট্র পুলিশ প্রধানের কাছে চিঠি পাঠিয়েছে। অভিযোগ, ওই গেমিং অ্যাপের বিজ্ঞাপনে মহারাষ্ট্র পুলিশের উর্দি ব্যবহার করা হয়েছে। এতে মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে। সংগঠনের ‘সুরাজ্য অভিযান’-এর আওতায় এই ঘটনার বিচার দাবি করা হয়েছে।
এই অভিযানের মহারাষ্ট্র রাজ্য সমন্বায়ক অভিষেক মুরুকতে নওয়াজের পাশাপাশি ওই অ্যাপের মালিক অঙ্কুর সিংহের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন। ১৯৭৯ মহারাষ্ট্র সিভিল সার্ভিসেস (শৃঙ্খলা এবং আপিল) বিধি এবং ১৯৫১ মহারাষ্ট্র পুলিশ আইনের অধীনে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে চিঠিতে। বিতর্কিত ওই বিজ্ঞাপনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দাবি করেছে সংগঠন। তাদের দাবি, অনৈতিক ভাবে মহারাষ্ট্র পুলিশের উর্দি ব্যবহার করে তার অপমান করা হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, “এতে মহারাষ্ট্র পুলিশের ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে। বিষয়টিকে এখনই গুরুত্ব না দিলে ভবিষ্যতে এমন আরও বেআইনি ও অনৈতিক বিজ্ঞাপনে পুলিশের উর্দি ব্যবহার করা হবে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন