Kangana Ranaut: ভোট প্রচারে গিয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের তুলনা টেনে ফের কটাক্ষের মুখে কঙ্গনা

People's Reporter: অভিনেত্রী বলেন, “যেখানেই যাই, অফুরান ভালবাসা আর সম্মান পাই। আমি হলফ করে বলতে পারি, ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনের পরে যদি কাউকে এত সম্মান দেওয়া হয়, তা হলে সেটা আমি।“
অমিতাভ বচ্চন এবং কঙ্গনা রানাউত
অমিতাভ বচ্চন এবং কঙ্গনা রানাউত ছবি - সংগৃহীত
Published on

বলিউডকে নিশানা থেকে শুরু করে হাস্যকর মন্তব্য করা, ভুলবশত নিজের দলের সহকর্মীকে নিশানা, বিতর্কের কারণে বরাবরই শিরোনামে থাকেন বলি তারকা কঙ্গনা রানাউত। এবার বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে নিজের তুলনা টেনে ফের বিতর্কে অভিনেত্রী।

অভিনেতী কঙ্গনা রানাউতের বিজেপি-প্রেম অনেক আগেই প্রকাশ পেলেও, সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন এক মাস আগে। হিমাচলপ্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে টিকিট দিয়েছে তাঁকে বিজেপি। জোর কদমে চলছে প্রচার। সম্প্রতি অভিনেত্রীর প্রচারের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েচে। যেখানে অভিনেত্রী নিজেকে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করছেন নিজের। আর তা নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

ভাইরাল ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যাচ্ছে, “সারা দেশ আমাকে নিয়ে স্তম্ভিত! রাজস্থান হোক অথবা পশ্চিমবঙ্গ, কিংবা দিল্লি বা মণিপুর যেখানেই যাই, অফুরান ভালবাসা আর সম্মান পাই। আমি হলফ করে বলতে পারি, ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনের পরে যদি কাউকে এত সম্মান দেওয়া হয়, তা হলে সেটা আমি।“

এই ভিডিও ভাইরাল হতেই একের পর এক বাক্যবাণ ধেয়ে আসতে থাকে অভিনেত্রীর দিকে।

এর আগে ভোট প্রচারে গিয়ে ছেঁড়া জিন্‌স বা ছোট টপ না পরিধান করার কিংবা পিৎজ়া, বার্গার না খাওয়ার নিদান দিয়েছিলেন অভিনেত্রী। ভারতীয় সংস্কৃতিকে বাঁচাতে এমন নিদান দিয়েছেন তিনি বলে দাবি অভিনেত্রীর। এরপরই অল্প পোশাক পরিহিত অভিনেত্রীর একাধিক পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এছাড়া, শনিবার মান্ডির সুন্দরগড়ে এক জনসভায় আরজেডি নেতা তেজস্বী যাদবকে আক্রমণ করতে গিয়ে নিজের দলের সাংসদ তেজস্বী সূর্যকেই বিদ্ধ করে বসেন তিনি! স্বভাবতই এ নিয়েও কঙ্গনাকে ঘিরে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়।

অমিতাভ বচ্চন এবং কঙ্গনা রানাউত
তেজস্বী যাদবকে আক্রমণ করতে গিয়ে BJP সাংসদ তেজস্বী সূর্যকে আক্রমণ করলেন কঙ্গনা, কটাক্ষ RJD নেতার
অমিতাভ বচ্চন এবং কঙ্গনা রানাউত
Kareena Kapoor: নয়া দায়িত্বে করিনা কাপুর! ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় দূত হলেন অভিনেত্রী
অমিতাভ বচ্চন এবং কঙ্গনা রানাউত
Vidya Balan: এখন সর্বত্র মেরুকরণ, ধর্মীয় কাঠামো তৈরির জন্য কখনোই দান করি না: বিদ্যা বালান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in