শুক্রবার ছিল ভারতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯০তম জন্মদিন। কিন্তু দুঃখের বিষয়, রংচঙে আধুনিক বলিউড তার এই কিংবদন্তি শিল্পীর জন্মদিন কার্যত ভুলেই গেল। সোশ্যাল মিডিয়ার যুগেও বলিউড অভিনেতা-অভিনেত্রী বা অন্যান্য শিল্পীদের থেকে এলো না কোনও শুভেচ্ছা বার্তা। তবে কি বলিউড তার কিংবদন্তিদের সম্মান দেখাতে ভুলে গেছে? প্রশ্ন উঠছে।
ভারতের সঙ্গীত জগতের অন্যতম সম্রাজ্ঞী আশা ভোঁসলে। তাঁর সুরের জাদুতে মোহিত হয়েছে একটা বড় সময়ের সঙ্গীতপ্রেমীরা। ভারতের অন্যতম সফল এই কিংবদন্তি শিল্পী তাঁর আট দশকের কর্মজীবনে হিন্দি ছাড়াও মারাঠি, তামিল, বাংলা-সহ দেশের আরও বেশ অনেকগুলি ভাষায় গান গেয়েছেন। দেশ-বিদেশের একাধিক সম্মান ও পুরস্কার রয়েছে তাঁর দখলে। এমনকি গ্র্যামি পুরস্কারের জন্যও তাঁর নাম মনোনীত হয়েছে দু’বার। ভারত সরকারের তরফ থেকে পেয়েছেন দাদাসাহেব ফালকে ও পদ্ম বিভূষণ পুরস্কারও। ২০১১ সালে সবচেয়ে বেশিবার গান রেকর্ড করা গায়ক/গায়িকা হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম দাখিল করেন এই কিংবদন্তি।
কিন্তু জনপ্রিয় এই সুর-সম্রাজ্ঞীর ৯০তম জন্মদিনে তাঁকে প্রায় ভুলেই গেলেন বলিউডের তারকারা। নিজের জন্মদিনে বলিউডের কোনও অভিনেতা-অভিনেত্রীর শুভেচ্ছাবার্তা পৌঁছল না গায়িকার কাছে। তবে কি বলিউড তাঁর কিংবদন্তি ‘প্রতিষ্ঠাতা’দের সম্মান দেখাতেই ভুলে গেল? ভুলে গেল সেই অবদান যা বলিউডের ভিত্তিস্থাপনের মূল পরিকাঠামো ছিল? বিশেষজ্ঞ মহল বলছে, আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কাউকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাতে কয়েক সেকেন্ড লাগে মাত্র। আর এ যুগের বলিউড শিল্পীরা তাঁদের ভক্তদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকটা সময় কাটান। কিন্তু তা সত্ত্বেও সমাজমাধ্যমে কিংবদন্তি শিল্পীর জন্মদিনে কেউই তাঁকে শুভেচ্ছাবার্তা পাঠালেন না।
বলিউডের তাবড়-তাবড় মহান শিল্পীদের মধ্যে একমাত্র গায়ক তথা সঙ্গীত পরিচালক সেলিম মার্চেন্ট টুইটারে আশা ভোঁসলের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন ‘OG’ রানী আশা ভোঁসলে জি। আজ উনি দুবাইতে নিজের ৯০তম জন্মদিন উদযাপন করছেন। যেখানে তাঁর আপামর অনুরাগীরা তাঁর ৯০তম জন্মদিন উপলক্ষ্যে একটি ঐতিহাসিক অনুষ্ঠান পরিবেশন করতে চলেছে।”
-With IANS Inputs
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন