ফের বিপাকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ইডি বাজেয়াপ্ত করেছে রাজ কুন্দ্রার স্থাবর-অস্থাবর সহ ৯৭.৭৯ কোটি টাকা। বৃহস্পতিবার আর্থিক তছরুপ প্রতিরোধ আইন বা পিএমএলএ অ্যাক্ট ২০০২-এর অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
ইডির বাজেয়াপ্ত করা ওই সম্পত্তির তালিকায় রয়েছে জুহুতে যে আবাসিক বাড়িতে তাঁরা থাকেন সেটি, পুনেতে একটি আবাসিক বাংলো এবং রাজ কুন্দ্রার মালিকানাধীন ইক্যুইটি শেয়ার৷ যদিও রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি দুজনেই এই মামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
তাঁদের আইনজীবী প্রশান্ত পাতিল বলেছেন, "আমার ক্লায়েন্ট মিঃ রাজ কুন্দ্রা এবং মিসেস শিল্পা শেঠি কুন্দ্রার বিরুদ্ধে কোনও প্রাথমিক মামলা নেই। আমি বিশ্বাস করি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে সমস্ত কথা পরিষ্কার করে বললে, আমরা ন্যায় পাবোই।"
উল্লেখ্য, ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ও তার প্রমোটার বর্তমানে প্রয়াত অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, বিবেক ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ, মহেন্দ্র ভরদ্বাজ এবং অন্যান্যদের বিরুদ্ধে মহারাষ্ট্র এবং দিল্লি পুলিশের দায়ের করা একাধিক অভিযোগের ভিত্তিতে ইডি একটি তদন্ত শুরু করেছে।
অভিযোগ, বিটকয়েনের ব্যবসা ফেঁদে প্রায় ৬,৬০০ কোটি টাকা তুলেছিল তারা। আমানতকারীদের বলা হয়েছিল মাসে ১০ শতাংশ করে সুদ দেওয়া হবে। কিন্তু টাকা তোলার পর আর খোঁজ পাওয়া যায়নি সংস্থার। তবে অপরাধের টাকা ইন্টারনেট ওয়ালেটে রাখা রয়েছে বলে জানা গেছে।
তদন্ত চলাকালীন জানা গেছে, 'গেইন বিটকয়েন' পঞ্জি স্কিমের মাস্টারমাইন্ড অমিত ভরদ্বাজের কাছ থেকে রাজ কুন্দ্রা ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন৷ এই বিটকয়েনগুলি ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং ফার্ম স্থাপনের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। কিন্তু চুক্তি যেহেতু বাস্তবায়িত হয়নি, তাই কুন্দ্রার কাছে এখনও ২৮৫ টি বিটকয়েন রয়েছে, যার মূল্য ১৫০ কোটি টাকারও বেশি৷
উল্লেখ্য, ২০২১ সালে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ছবি তৈরির অভিযোগ উঠেছিল। সেই মামলায় গ্রেফতারও করা হয় রাজ কুন্দ্রাকে। তবে পরে সুপ্রিম কোর্টে জামিনে মুক্তি পান তিনি। সেই মামলাটি এখনও আদালতে বিচারাধীনে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন