দক্ষিণী সিনেমার বিখ্যাত অভিনেত্রী রশমিকা মন্দনাকে নিষিদ্ধ ঘোষণা করতে চলেছে কন্নড় ছবির ইন্ডাস্ট্রি? কিন্তু কেন? হঠাৎ কী এমন করলেন 'পুষ্পা'র 'শ্রীভাল্লি', যার জন্য রাতারাতি তাঁকে 'অকৃতজ্ঞ' তকমা পেতে হল?
রশমিকার প্রথম ছবির নাম 'কিরিক পার্টি'। যেটি প্রযোজনা করেছিল কর্ণাটকের রোহিত শেট্টির সংস্থা। এই ছবিটির মধ্যে দিয়েই বিনোদন জগতে রাতারাতি নাম করে ফেলেন দক্ষিণী অভিনেত্রী। সূত্রের খবর, এক সাক্ষাৎকারে নিজের অভিনয় কেরিয়ার প্রসঙ্গে কথা বলতে গিয়ে কৃতজ্ঞতাস্বরূপ রোহিতের প্রযোজনা সংস্থার নামও উচ্চারণ করেননি তিনি। এরপরেই শুরু হয় বিতর্ক। বেজায় চটে যান প্রযোজনা সংস্থার সদস্যরা।
জানা গেছে, চিত্র প্রযোজক রোহিত শেট্টির সাথে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়েছিলেন রেশমিকা। সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে আংটি বদল এবং বাগদানও সেরে ফেলেছিলেন দু'জনে। কিন্তু এরপর অজ্ঞাত কারণবশত তাঁদের বিচ্ছেদ হয়। সেই জন্যই প্রযোজক এবং তাঁর সংস্থার কথা অভিনেত্রী এড়িয়ে গেছেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এই খবর প্রকাশ্যে আসায় ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক। সেখানেও দক্ষিণী অভিনেত্রীর কৃতজ্ঞতা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনদের একাংশ। রশমিকার পরবর্তী ছবি 'পুষ্পা ২' এবং 'বরিশু' বয়কটের ডাক দিয়েছেন তারা। জানা গেছে, প্রেক্ষাগৃহের মালিকরাও অভিনেত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন। যার জেরে একাধিক কাজ হাতে থাকার পরেও আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী।
রশমিকার কথায়, আমায় সবাই বুঝবেন, এমন কোনও কথা নেই। সকলের ভালবাসা পাব, এমন আশাও করি না। কিন্তু তার মানে এই নয় যে, আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালিয়ে যাবেন! সম্প্রতি এমন কিছু সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে যেগুলি থেকে ভুল তথ্য উঠে আসছে বা সেগুলির ভুল ব্যাখ্যা ঘটছে। এগুলো যে শুধু আমার বিরুদ্ধে যাচ্ছে তা নয়, ইন্ডাস্ট্রির সহকর্মীদের সাথে আমার সম্পর্কে ব্যাঘাত ঘটাচ্ছে।
অভিনেত্রী আরও জানান, যা তিনি বলেননি, সেটাই লেখা হচ্ছে! অভিনয় জগৎ আর বাস্তব জীবন এক নয়। তাঁর পরিবার, প্রেম, সম্পর্ক সবকিছুকেই বড্ড ছোট করে এবং ঘৃণার চোখে দেখা হচ্ছে। যার ফলে মানসিক অবসাদ ক্রমশ গ্রাস করছে তাঁকে। কাজ করার উৎসাহ হারিয়ে ফেলছেন তিনি। কেবলমাত্র অনুরাগীদের ভালোবাসা এবং উৎসাহে তিনি পুনরায় কাজে যোগ দিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন