আদালতে স্বস্তি রিয়া চক্রবর্তীর, মাদক মামলায় অভিনেত্রীর জামিনের বিরোধিতা করলো না CBI

অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি এম এম সুন্দ্রেশের বেঞ্চে জানান, আমরা জামিনের বিরোধিতা করছি না।
রিয়া চক্রবর্তী
রিয়া চক্রবর্তীফাইল ছবি সংগৃহীত
Published on

স্বস্তিতে অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সিবিআই-র তরফ থেকে জানানো হয়েছে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত সম্পর্কিত মাদক মামলায় বোম্বে হাইকোর্টের দেওয়া জামিনের বিরোধিতা করছে না তারা।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে আঙুল তুলেছিলেন একাংশ। তাদের দাবি ছিল সুশান্তের মৃত্যুর জন্য রিয়াই দায়ী। আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া, দাবি অনেকের। ওই মৃত্যুর তদন্তে নেমে মাদক সংক্রান্ত মামলায় রিয়াকে গ্রেফতার করেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গ্রেফতার হতে হয়েছিল অভিনেত্রী ও তাঁর ভাইকে। পরে এক লক্ষ টাকার বন্ড দিয়ে বম্বে হাইকোর্ট জামিন দিয়েছিল রিয়াকে।

সেই সময় বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, কেউ মাদক কেনার টাকা দিলেই এটা প্রমাণ হয় না যে ওই ব্যক্তি অবৈধ মাদক পাচারের সাথে যুক্ত। আবার এটাও প্রমাণ হয় না যে কাউকে টাকা দেওয়া মানেই তাকে মাদক সেবনে উৎসাহিত করা না।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন, মুম্বইয়ে সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধারের পরই অভিনেতার নামের সাথে জড়িয়ে পড়ে মাদক সেবন, রিয়া চক্রবর্তীর নাম। ওই বছরই সেপ্টেম্বর মাসে মৃত অভিনেতার বান্ধবীকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংস্থা NCB। তারপর একমাস হাজতবাসের পর ৪ অক্টোবর জামিনে মুক্তি পান রিয়া।

অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস ভি রাজু বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি এম এম সুন্দ্রেশের বেঞ্চে জানান, আমরা জামিনের বিরোধিতা করছি না। তবে ২৭এ (27A)-র ব্যাখ্যার জন্য বিষয়টি উন্মুক্ত রাখা উচিত।

এই খবর প্রকাশ্যে আসার পরই নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে নিজের ছবি দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, "Gratitude", অর্থাৎ "কৃতজ্ঞতা", সঙ্গে হাত জড়ো করে রাখার একটি ইমোজি।

রিয়া চক্রবর্তী
‘ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে দেওয়া হয়নি’, শাহরুখের সাহায্য চেয়ে টুইটারে আর্জি অ্যাসিড আক্রান্তের
রিয়া চক্রবর্তী
মা-বাবার পর কি এবার অভিষেকও রাজনীতিতে? লোকসভা ভোটেই প্রার্থী হবেন? কোন দলের? জল্পনা তুঙ্গে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in