কিংবদন্তি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের ৮১তম জন্মদিন উদযাপনে তাঁকে ৮১ হাজার গাছ দান করলেন চলচিত্র প্রযোজক আনন্দ পণ্ডিত। বুধবার ‘বিগ-বি’র ৮১তম জন্মদিবস ছিল। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে একটি পরিবেশ সংগঠনের সঙ্গে গাঁটছড়া বেঁধে তাদের ‘অমিতাভ বচ্চন গ্রোভ’ কর্মসূচীতে প্রতীকী হিসেবে মোট ৮১০০০ গাছের চারা অমিতাভের নামে নিবেদন করেন আনন্দ পণ্ডিত।
পরিবেশ বিষয়ক সংগঠন GrowTrees.com প্রাথমিকভাবে বিগ-বি’র ৮১তম জন্মদিনকে ‘ঐতিহাসিক’ হিসেবে স্মরণীয় করে রাখার জন্য ‘অমিতাভ বচ্চন গ্রোভ’ নামের কর্মসূচী গ্রহণ করে। পরবর্তীতে সংগঠনের সঙ্গে কথা বলে তাদের সঙ্গে হাত মেলান অমিতাভের ভক্ত তথা ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত প্রযোজক আনন্দ পণ্ডিত। মহারাষ্ট্রের নাগপুর জেলার রামটেক অঞ্চলে গাছগুলিকে রোপণ করা হবে বলে জানানো হয়েছে ওই সংগঠনের তরফে।
ইতিমধ্যেই রামটেক অঞ্চলে এই কর্মসূচীর জন্য নির্দিষ্ট জায়গায় একটি ফলকও লাগানো হয়েছে যেখানে লেখা রয়েছে, “একটি সুউচ্চ ও আশ্রয়দানকারী গাছের মতো তাঁরও (অমিতাভ বচ্চন) সুউচ্চ প্রভাব, গভীর শিকড় ও চিরকালীন প্রানবন্ততা রয়েছে। তিনিই আমাদের শিখিয়েছেন, কীভাবে নিজের শিকড়ের সঙ্গে যুক্ত থাকতে হয়, কীভাবে জীবনের চক্রব্যূহগুলো পেরিয়ে খুব সহজেই সাফল্যের মধ্যগগনে পৌঁছতে হয়।”
ওই GrowTrees.com-এর ‘ট্রিজ ফর টাইগার্স’ প্রকল্পের আওতায় নেওয়া এই কর্মসূচীর বিভিন্ন তথ্য-সহ একটি ই-সার্টিফিকেটও ইতিমধ্যেই কিংবদন্তি অভিনেতাকে উপহার দিয়েছেন প্রযোজক আনন্দ। সেই সার্টিফিকেটে লেখা রয়েছে, “আপনার সুউচ্চ প্রভাবই আমাদের শেখায় কী করে মাটিতে পা রেখেও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হয়। আপনার নামে এই ‘অমিতাভ বচ্চন গ্রোভ’ সারা পৃথিবীকে সব সময় আপনার চিরসবুজ ঐতিহ্যের কথা মনে করাবে।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন