আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে 'ছাদ', আনন্দের দিনে থাকবেন না পাওলি দাম

১৩ আগস্ট সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রদর্শিত হবে সিনেমাটি। বিশ্ব দরবারে বাংলা ছবির সম্মান অর্জন দেখে উচ্ছ্বসিত হয়েছেন অভিনেতা থেকে শুরু করে পরিচালকেরাও।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে 'ছাদ'
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে 'ছাদ'ছবি সৌজন্যে পাওলি দামের ইনস্টাগ্রাম
Published on

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেল পাওলি দাম অভিনীত বাংলা ছবি ‘ছাদ’। টরেন্টোতে দেখানো হবে সিনেমাটি। কিন্তু উপস্থিত থাকবেন না পাওলি।

পাওলি অভিনীত ‘ছাদ’ ছায়াছবি যথেষ্ঠ সম্মান কুড়িয়েছে চলচ্চিত্র জগতে। কান চলচ্চিত্র উৎসবের পর তাঁর ছবির আরও একটি প্রাপ্তি। এবার দক্ষিণ-এশিয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে এই ছবি। ১৩ আগস্ট সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রদর্শিত হবে সিনেমাটি। বিশ্ব দরবারে বাংলা ছবির সম্মান অর্জন দেখে উচ্ছ্বসিত হয়েছেন অভিনেতা থেকে শুরু করে পরিচালকেরাও। টরেন্টোতে ছবিটি প্রদর্শিত হবে। সবথেকে বড় দক্ষিণ-এশিয় চলচ্চিত্র উৎসব পালিত হচ্ছে উত্তর আমেরিকাতে।

তবে ‘ছাদ’-র আনন্দের দিনে থাকবেন না পাওলি। তিনি বাংলার একটি দৈনিক পত্রিকায় জানান, ভিসা সংক্রান্ত কিছু সমস্যা থাকায় তিনি যেতে পারছেন না। তবে এই সম্মান পেয়ে তিনি আপ্লুত। তিনি এও জানান খুব দ্রুত সকলের জন্য সিনেমাটি মুক্তি পাবে। এটি আন্তর্জাতিক স্তরে হোক বা ভারতে সম্মান পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরণের স্বীকৃতি মনের সাহসও বাড়ায় অন্যধারার সিনেমা করতে।

সিনেমার মূল বিষয়বস্তু হল একটি সাধারণ বাঙালি মেয়ের জীবন। সারাদিনের কাজকর্মের পর তাঁর স্বাধীনতার জায়গা হল বাড়ির ছাদ। ছবিতে পাওলি অধ্যাপিকা ও লেখিকার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর নাম হয়েছে মিত্রা। নিজের ব্যক্তিগত জীবনের সমস্যা এড়াতে মিত্রা প্রতিবাদীও হয়ে ওঠেন। সিনেমাটি পরিচালনা করেছেন ইন্দ্রাণী চক্রবর্তী। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগমের সাহায্যে এই সিনেমা তৈরি হয়েছে। পাওলি ছাড়া সিনেমায় অভিনয় করেছেন রাহুল ব্যানার্জী, রাজনন্দিনীর মতো অভিজ্ঞ ও দক্ষ অভিনেতারা।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে 'ছাদ'
আমির খানকে আসাম ভ্রমণ স্থগিত করার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in