তার অভিনীত ছবি অস্কারের জন্য মনোনীত হয়েছে। কিন্তু সে নেই। মাত্র ১০ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেল ‘ছেলো শো’-র অভিনেতা রাহুল কোলি। ক্যানসার কেড়ে নিল শিশু অভিনেতার প্রাণ। ১৪ অক্টোবর মুক্তি পাবে ছেলো শো।
নিজের অভিনয় করা ছবি নিয়ে বেশ আগ্রহে ছিল ছোট্ট রাহুল। সে একা নয়, তার সাথে আরও কয়েকজন খুদেও অভিনয় করেছে ‘ছেলো শো’-তে। হঠাৎ এমনভাবে রাহুলের চলে যাওয়াটা কেউই মেনে নিতে পারছেন না। তার বাবা জানান, জ্বর ছিল রাহুলের। হাসপাতালে ভর্তিও করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না। তিনবার রক্তবমিও করে সে। তারপরেই রাহুল মারা যায়। তবে ছেলের অভিনয় করা ছবি তিনি দেখতে যাবেন বলেই জানা যাচ্ছে।
অসুস্থ অবস্থায় রাহুলকে গুজরাটের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকরা বলেন, রাহুলের রক্তকণিকায় ক্যানসার হয়েছে। চিকিৎসা করেও সব চেষ্টা ব্যর্থ হয়। সিনেমার প্রযোজক থেকে শুরু করে পরিচালক সকলেই ভেঙে পড়েছেন খবরটি শুনে।
১৪ অক্টোবর ছবিটি ভারতে মুক্তি পেতে চলেছে। কিন্তু নিজের অভিনয় দেখে যেতে পারল না রাহুল। একমাত্র ভারতীয় ছবি হিসেবে এবার অস্কারের মনোনয়ন পেয়েছে গুজরাটি এই ছবিটি। সিনেমাটির প্রযোজনা করেছে সিদ্ধার্থ রায় কাপুরের রায় কাপুর ফিল্মস, জুগাদ মোশন পিকচার্স, মনসুন ফিল্মস, এলএলপি এবং মার্ক ডুয়েল। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভাবিন রাবারী, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাভাল এবং পরেশ মেহতা।
উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবার দেখানো হয়েছিল ছেলো শো ৷ পরিচালক প্যান নলিন বেড়ে উঠেছিলেন গুজরাতের এক প্রত্যন্ত গ্রামে। সিনেমার মাধ্যমে মূলত সেই চিত্রই নজর কাড়বে দর্শকদের মনে। স্পেনের ৬৬ তম ভ্যালাডোলিড ফিল্ম ফেস্টিভ্যালে 'গোল্ডেন স্পাইক' পুরস্কার জিতেছিল এই ছবি৷ এছাড়াও বেশকিছু চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতে নিয়েছে ছেলো শো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন