Wayanad: বিপর্যস্ত ওয়াইনাড, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান চিরঞ্জীবী, কমল হাসান, আল্লু অর্জুনদের

People's Reporter: রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে চিরঞ্জীবী জানান, তিনি এবং তাঁর ছেলে 'আরআরআর' খ্যাত রাম চরণ একত্রে মুখ্যমন্ত্রীর তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন।
চিরঞ্জীবী, রাম চরণ এবং আল্লু অর্জুন
চিরঞ্জীবী, রাম চরণ এবং আল্লু অর্জুনছবি - সংগৃহীত
Published on

কেরালার ওয়াইনাডে ঘটে যাওয়া ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ালেন চিরঞ্জীবী, মাম্মুট্টি, কমল হাসান, আল্লু অর্জুনদের মতো বহু দক্ষিণী সুপারস্টার। কেরালার ভূমিধসে বিধ্বস্ত ওয়াইনাড জেলায় পুনর্বাসন প্রচেষ্টার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (CMDRF) অনুদান দিলেন তাঁরা।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে পোষ্ট করে চিরঞ্জীবী জানান, তিনি এবং তাঁর ছেলে 'আরআরআর' খ্যাত রাম চরণ একত্রে মুখ্যমন্ত্রীর তহবিলে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন। চিরঞ্জীবী লেখেন, "গত কয়েকদিনে প্রকৃতির ক্রোধের কারণে কেরালায় হওয়া ধ্বংসযজ্ঞ এবং তার জেরে যে শত শত মূল্যবান জীবন নষ্ট হয়েছে তা দেখে আমি গভীরভাবে ব্যথিত। চরণ এবং আমি একত্রে সিএম রিলিফ ফান্ডে ১ কোটি টাকা অনুদান দিচ্ছি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য।"

এর আগের দিন আল্লু অর্জুন ক্ষতিগ্রস্তদের জন্য ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। তিনি এক্সে জানিয়েছেন, "ওয়াইনাডের সাম্প্রতিক ভূমিধসে আমি গভীরভাবে দুঃখিত। কেরালা সবসময় আমাকে অনেক ভালবাসা দিয়েছে। আমি পুনর্বাসনের কাজে সহায়তা করার জন্য কেরালার মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২৫ লক্ষ টাকা দান করলাম।"

শনিবার মালয়ালম সিনেমার প্রবীণ অভিনেতা মোহনলাল, যিনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির একজন লেফটেন্যান্ট কর্নেলও, তিনি তাঁর সেনাবাহিনীর ইউনিফর্মে ওয়াইনাডে যান এবং ৩ কোটি টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "ওয়াইনাডে ধ্বংসলীলা একটি গভীর ক্ষত যা নিরাময় করতে সময় লাগবে।"

এর আগে তামিল অভিনেতা কমল হাসান, সূর্য, জ্যোতিকা, কার্থি, বিক্রম, নয়নতারা এবং ভিগনেশ সিভান, মালায়ালাম তারকা মাম্মুট্টি এবং তাঁর ছেলে দুলকার সালমান, ফাহাদ ফাসিল, নাজরিয়া এবং টোভিনো থমাসও মুখ্যমন্ত্রীর দুর্দশা ত্রাণ তহবিলে দান করেছিলেন (CMDRF)।

কমল হাসান ২৫ লক্ষ টাকা এবং জ্যোতিকা, কার্থি ও সূর্য একত্রে ৫০ লক্ষ টাকা দান করেছেন। মাম্মুট্টি এবং তাঁর ছেলে দুলকের সলমন একত্রে ৩৫ লক্ষ টাকা দান করেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। এবং টোভিনো ২৫ লক্ষ টাকা, ফাহাদ ও নাজরিয়া ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।



চিরঞ্জীবী, রাম চরণ এবং আল্লু অর্জুন
Kerala: বিপর্যস্ত ওয়াইনাডের পাশে CPIM বিধায়করা, এক মাসের বেতন দান করলেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে
চিরঞ্জীবী, রাম চরণ এবং আল্লু অর্জুন
Kerala: বামেদের দেখানো পথেই কেরালার কংগ্রেস বিধায়করা! মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদানের ঘোষণা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in