"দ্য কেরালা স্টোরি" নিয়ে দেশজুড়ে চলমান বিতর্কের মাঝে এই সিনেমা প্রদর্শন না করার সিদ্ধান্ত নিয়েছেন তামিল নাড়ুর সিনেমা হলের মালিকরা। তাঁদের মতে, বিতর্কিত এই সিনেমাটির কারণে মাল্টিপ্লেক্সে এই মুহূর্তে চলা অন্যান্য সিনেমায় প্রভাব পড়বে।
বেশ কয়েকটি অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্ম ইতিমধ্যে তাদের চেন্নাইয়ের তালিকা থেকে সিনেমাটি সরিয়ে নিয়েছে।
তামিলনাড়ু থিয়েটার মালিক সমিতির এক সিনিয়র সদস্য সংবাদমাধ্যমে বলেন, “আইন-শৃঙ্খলা সংক্রান্ত উদ্বেগের কারণে, মাল্টিপ্লেক্সে দেখানো অন্যান্য চলচ্চিত্রগুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর ফলে আমাদের আয়ে প্রভাব পড়ছে। সে কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।“
যদিও তামিলনাড়ু সরকারের তরফ থেকে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি রাজ্যে। রাজ্যে মাত্র ১৩টি সিনেমা হলে এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। তামিলনাড়ুতে "দ্য কেরালা স্টোরি" সিনেমাটির সিংহভাগ ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে রেড জায়ান্ট মুভিজ, যার মালিক উদয়নিধি স্তালিন, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্তানিলের ছেলে।
ছবিটিতে দাবি করা হয়েছে, কেরলে ৩২০০০ হিন্দু এবং খ্রিস্টান মহিলাকে ধর্মান্তরিত করা হয়েছে এবং প্রলোভন দেখিয়ে আইএসআইএস-এ যোগদান করানো হয়েছে। মুসলিম সংগঠনগুলি ছবিটির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের দাবি, ছবিটি মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে এবং ছবিটি প্রদর্শিত হলে তাদের সম্প্রদায়ের ক্ষতির আশঙ্কা থাকে। যদিও আদালত নিষেধাজ্ঞা দেয়নি।
ডানপন্থী দলগুলি ছবিটি প্রদর্শিত করতে চায়। তাদের দাবি এতে যা দেখানো হয়েছে তা সঠিক তথ্য।
কেরলের ক্ষমতাসীন বামফ্রন্ট এবং বিরোধী দল কংগ্রেস, উভয়ের দাবি, ছবিটির মাধ্যমে তাদের রাজ্যকে অপমান করা হয়েছে এবং এটি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন