৩২ বছর পর শাহরুখ খানের 'পাঠান' ছবির হাত ধরে কাশ্মীরে ফিরল সিনেমা। হলমুখী হলেন দর্শক। তৃতীয় সপ্তাহেও হাউসফুল থাকছে প্রেক্ষাগৃহ। মানুষের এই ঢল ও বাণিজ্যিক লাভ দেখে পাঠানের পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছে সিনেমা হল কতৃপক্ষ।
শ্রীনগরে সিনেমা দেখার জন্য শেষ এত ভিড় কবে হয়েছিল তা হয়তো কারুরই মনে নেই। সূত্র অনুসারে, ১৯৯০ সালে কাশ্মীরে ১২টি সিনেমা হল ছিল। সামাজিক ও রাজনৈতিক কারণে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় হলগুলি। দীর্ঘ ৩০-৩২ বছর পর ফের যে হলমুখী হবেন মানুষ তা হয়তো ভাবতেই পারেননি হল মালিকরা।
শাহরুখের পাঠান দেখার জন্য শুধু শ্রীনগরই নয়, পার্শ্ববর্তী গ্রামগুলি থেকেও অনেকে আসছেন সিনেমা হলে। আপাতত ১০ হাজারের বেশি মানুষ সিনেমাটি দেখেছেন। যাঁরা একবার দেখে যাচ্ছেন তাঁরা ফের দেখতে আসছেন।
'পাঠান'-এর মুক্তির আগে বিতর্ক শুরু হলেও একের পর এক রেকর্ড গড়ে সমস্ত বিতর্ককে যেন ম্লান করে দিয়েছে। ১০০০ কোটির দোরগোড়ায় শাহরুখ-দীপিকার এই সিনেমা। তাছাড়া ভারতীয় সিনেমাগুলির মধ্যে দ্রুত ২৫০ কোটির বেশি ব্যবসা করেও রেকর্ড সৃষ্টি করেছে 'পাঠান'। মাত্র ৫ দিনেই সেই রেকর্ড গড়ে সিনেমাটি।
এর আগে দ্রুত ২৫০ কোটির বেশি ব্যবসা করতে কেজিএফ ২ (হিন্দি)-র সময় লেগেছিল ৭ দিন। বাহুবলী ২ সময় নিয়েছিল ৮ দিন। দঙ্গল, টাইগার জিন্দা হ্যায় ও সঞ্জু নিয়েছিল ১০ দিন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন